রাজধানীর আদাবরে একটি বাড়ির ছয়তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে রুনা আক্তার (৩৩) নামে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। আজ (শনিবার) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ৬ তলা থেকে লাফিয়ে পড়ার পর ঘটনাস্থলে মারা জান তিনি।
নিহতের মা রানু বেগম এজেড নিউজকে বলেন, আমার মেয়ে দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন। আজ দুপুরে বাসার ৬ তলা থেকে লাফ দিয়ে পড়ে যায়। হঠাৎ করে এই কাজ করবে বুঝতে পারিনি।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মাধব চৌধুরী জানান, আদাবরের সতেরর বিতে ছাদ থেকে পড়ে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনা স্থলে যাই। নিহতের লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।