মুক্তিযুদ্ধের চেতনায় সিরাজগঞ্জের সাংবাদিকরা একতাবদ্ধ: এমপি জয়

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
মুক্তিযুদ্ধের চেতনায় সিরাজগঞ্জের সাংবাদিকরা একতাবদ্ধ: এমপি জয়

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি বলেছেন, সিরাজগঞ্জ প্রেসক্লাব মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। এখানে দলীয় দৃষ্টিভঙ্গির পার্থ্যক্য থাকতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে সাংবাদিকরা একতাবদ্ধ।

শুক্রবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা গত ১৪ বছর ধরে বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।

তিনি বলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবকে মুক্তচিন্তার কেন্দ্র হিসেবে মনে করা হয়, আপনারা তার পথিকৃত। ১৯ তারিখে নির্বাচনকে ঘিরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।
প্রেসক্লাবকে সংগঠিত করে যারা সাংবাদিকতার নামে অপসংবাদ ও ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে একজোট হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। ভুইফোঁড় সাংবাদিকদের প্রতিহত করার জন্য মুল ধারার সাংবাদিকদের অবস্থান নিতে হবে।

পিতা মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ করে তানভীর শাকিল জয় বলেন, আমার পিতা যখন অসুস্থ্য ছিলেন তখন সারা বাংলাদেশের সাংবাদিকরা তাঁর শরীরের খোঁজ খবর নিয়েছেন। তাঁর মৃত্যুর পর দেখেছি সারা বাংলাদেশ থেকে সাংবাদিকরা ফোন করেছেন। আবেগে আপ্লুত হয়েছেন। বাবার সাথে সাংবাদিকদের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি কোন মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এটা বিষয় নয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন। এ সময় কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আব্দুল হাকিম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. রেজাউল বারি রন্টুসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মুক্তিযুদ্ধের চেতনায় সিরাজগঞ্জের সাংবাদিকরা একতাবদ্ধ: এমপি জয়

মুক্তিযুদ্ধের চেতনায় সিরাজগঞ্জের সাংবাদিকরা একতাবদ্ধ: এমপি জয়

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি বলেছেন, সিরাজগঞ্জ প্রেসক্লাব মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। এখানে দলীয় দৃষ্টিভঙ্গির পার্থ্যক্য থাকতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে সাংবাদিকরা একতাবদ্ধ।

শুক্রবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা গত ১৪ বছর ধরে বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।

তিনি বলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবকে মুক্তচিন্তার কেন্দ্র হিসেবে মনে করা হয়, আপনারা তার পথিকৃত। ১৯ তারিখে নির্বাচনকে ঘিরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।
প্রেসক্লাবকে সংগঠিত করে যারা সাংবাদিকতার নামে অপসংবাদ ও ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে একজোট হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। ভুইফোঁড় সাংবাদিকদের প্রতিহত করার জন্য মুল ধারার সাংবাদিকদের অবস্থান নিতে হবে।

পিতা মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ করে তানভীর শাকিল জয় বলেন, আমার পিতা যখন অসুস্থ্য ছিলেন তখন সারা বাংলাদেশের সাংবাদিকরা তাঁর শরীরের খোঁজ খবর নিয়েছেন। তাঁর মৃত্যুর পর দেখেছি সারা বাংলাদেশ থেকে সাংবাদিকরা ফোন করেছেন। আবেগে আপ্লুত হয়েছেন। বাবার সাথে সাংবাদিকদের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি কোন মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এটা বিষয় নয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন। এ সময় কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আব্দুল হাকিম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. রেজাউল বারি রন্টুসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত