জামালপুরে বাড়ছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৩৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে পানি বৃদ্ধির ফলে অভ্যন্তরের চরাঞ্চল প্লাবিত হচ্ছে। তলিয়ে যেতে শুরু করেছে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল।
ফলে জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া, ঝাউগড়া, নাংলা ও ইসলামপুর উপজেলার চিনাডুলী, হারগিলা, বলিয়াদহ ও নোয়ারপাড়া এলাকায় বন্যা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীর তীরবর্তী এলাকার মানুষেরা।
তবে, পানি বাড়লেও জামালপুরে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আবদুল মান্নান।
জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আবদুল মান্নান বলেন, উজানে ভারী বর্ষণে যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। পানি আরও ২/৩ দিন বাড়বে।