রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানার অন্তর্গত বাঙ্গালহালিয়া থেকে দেশীয় তৈরী চোলাই মদসহ দুইজন নারীকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
৩নং বাঙালহালিয়া থেকে চট্টগ্রামে পাচারের সময় দেশীয় তৈরী ২৫ লিটার চোলাই মদসহ হালিমা বেগম ৫৫ (প্রকাশ ফারুকের মা) এবং মরিয়ম বেগম (৫১) নামের এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
শনিবার (১৫ জুলাই) রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম ( বার) এর নির্দেশনায় চন্দ্রঘোনা থানার ওসি সাইফুল আজমের নেতৃত্বে এসআই ( নিঃ) মাহবুব হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রাজস্থলী উপজেলাধীন তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডাক বাংলা মধ্যম পাড়া থেকে তাদের আটক করতে সক্ষম হয়। জানা যায় তারা দুজনই চট্টগ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ১নং আসামী হালিমা বেগমের বিরুদ্ধে চট্রগ্রাম জেলা ও মহানগরে বিভিন্ন থানায় ০৮ টি ও ২ নং আসামী মরিয়ম বেগমের বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ সাইফুল আজম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয় এবং শরিবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়।