যশোরের প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যাকান্ডের ২৩ তম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার আলোচনা সভা ও তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। খুনের ২৩ বছরেও বিচার না হওয়ায় স্মরণ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে কালো ব্যাচ ধারণ করে সাংবাদিকরা। বেলা সাড়ে ১০ টার দিকে মরহুমের যশোর কারবালাস্থ সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন, দৈনিক স্পন্দন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক কল্যান, দৈনিক রানার পরিবার । পরে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশ নেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, দৈনিক কল্যানের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ দৌলা মিথুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো.আকরামুজ্জামান সভাপতি, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ., যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটো জার্নালিষ্ট এ্যাসেসিয়েশনের সভাপতি গোপিনাথ দাস, সাধারণ সম্পাদক এমআর খান মিলন প্রমুখ।
এদিকে, বেলা ১২ টায় প্রেসক্লাবের হল রুমে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন। বিশেষ অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। স্মরণ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, হত্যার ২৫ বছরেরও শামসুর রহমান কেবল হত্যার বিচার না হওয়াটা খুবই দুঃখজনক। বিচার না পেয়ে তার পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েছেন। স্পেশাল ট্যাইবুনাল গঠন করে কেবল হত্যার বিচার দাবি করেন বক্তারা।
উল্লেখ্য, ২০০০ সালের ১৬ জুলাই দৈনিক জনকন্ঠ পত্রিকার যশোর অফিসে কর্মরত থাকাকালীন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাংবাদিক শামসুর রহমান কেবল।