রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার এক যুবক বাই সাইকেলে বাংলাদেশের সব জেলা ভ্রমণ করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
দেশের ৬৪ জেলা ভ্রমন শেষে নিজ বাড়িতে ফিরে এসেছে কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুকিয়াছড়ি পাড়ার যুবক বীর কুমার তঞ্চঙ্গ্যা।
মঙ্গলবার (১৮ জুলাই) দেশের সব জেলা ভ্রমন শেষে নিজের জেলা রুপের রানী রাঙামাটিতে বাই সাইকেলে ভ্রমন যাত্রার সমাপ্তি ঘোষনা করে সে।
সে কাপ্তাইয়ের সুশীল তঞ্চঙ্গ্যা এবং মাতা কুশিক্কো তঞ্চঙ্গ্যার সন্তান।
বীর কুমার তঞ্চঙ্গ্যার সাথে কথা বলে জানা যায়, ছোটবেলা থেকেই ভ্রমনপিপাসু ছিলো সে। সে বলে, আমার স্বপ্ন ছিলো সাইকেল ৬৪ জেলা ভ্রমন করার। অবশেষে স্বপ্ন পূরণ সত্যি হলো।
গত ৮ই জুন বাই সাইকেল নিয়ে বের হয়ে যায় ৬৪ জেলা ভ্রমনের উদ্দেশ্যে। প্রথমে সে ফেনী জেলা অতিক্রম করে অনান্য জেলা ভ্রমন শুরু করে। এছাড়া সে তিনটি প্রতিপাদ্য বিষয় নিয়ে ৬৪ জেলা ভ্রমনের পাশাপাশি প্রচারনা চালিয়েছে।
প্রতিপাদ্য বিষয়গুলো হলো গাছ কাটা থেকে বিরত থাকুন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু রোধ করুন এবং সর্বশেষ রক্ত দান করুন মানুষের জীবন বাঁচান।
এছাড়া বীর কুমার তঞ্চঙ্গ্যা ৬৪ জেলার বিভিন্ন সাইকেলিং গ্রুপের সাথে দেখা করেছে এবং স্থানীয় কিছু দর্শনীয় স্থান ভ্রমন করেছে বলে জানায়। পাশাপাশি বুধবার রাঙামাটি জেলা প্রশাসকের সাথে সৌজন্যে সাক্ষাৎ করবে বলেও জানিয়েছে সে।