প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবীতে চুয়াডাঙ্গায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয় পদযাত্রা। পদযাত্রা কোর্টমোড় অতিক্রম করে শহীদ হাসান চত্বরে পৌছে। সেখান থেকে পদযাত্রা আবার ফিরে আসে চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব চত্বরে।
পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা প্রমুখ।
পদযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নেতাকর্মি ও সমর্থক যোগ দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন হতে হবে। তা না হলে পদত্যাগে বাধ্য করা হবে। আমাদের ঐক্যবদ্ধ থেকে আমাদের দাবি আদায় করে নিতে হবে।