যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আবুল হাশিম (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ নিয়ে দেশটিতে পাঁচ দিনের ব্যবধানে গুলিতে দুই বাংলাদেশি নিহত হলেন।
রবিবার (২৩ জুলাই) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের কাছে কাসা গ্রান্দে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আবুল হাশিমের (৪২) বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি কাসা গ্রান্দে শহরের সানল্যান্ড জিন রোড এবং ওয়েস্ট কংকোর্ডিয়া ড্রাইভের সানলাইট মার্কেটে একটি মুদি দোকানের মালিক ছিলেন। তিনি ছয় মাসের এক ছেলে, দুই বছর বয়সী মেয়ে ও স্ত্রীকে নিয়ে অ্যারিজোনায় থাকতেন।
পুলিশ জানায়, ডাকাতির উদ্দেশ্যে দোকানে ঢুকে তাকে গুলি করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনার তিন ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।
এর আগে গত ১৮ জুলাই দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনে গুলিতে মারা যান বাংলাদেশি তরুণ ইয়াজউদ্দিন আহম্মদ (২৩)।
এ ঘটনার পাঁচ দিনের মাথায় আরেক বাংলাদেশি আবুল হাশিম গুলিতে নিহত হলেন।