ঢাকার প্রবেশপথে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের দলগুলোর অবস্থান কর্মসূচি “বেআইনি” ছিল। ফলে তাদের এই কর্মসূচি থেকে প্রায় ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৯ জুলাই) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ফারুক আহমেদ সংবাদমাধ্যমকে এসব কথা বলেন।
তিনি জানান, এখন পর্যন্ত বিএনপি ও তাদের যুগপতের দলগুলোর প্রায় ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আজ ঢাকার প্রবেশপথগুলোতে তা যে অবস্থান কর্মসূচি পালন করেছে, সেটা ছিল বেআইনি। কারণ, এই সমাবেশের জন্য ডিএমপি কমিশনারের অনুমতি নেওয়া হয়নি। এমনকি অনুমতির জন্য আবেদনও করা হয়নি।”
তিনি বলেন, “সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা অবৈধভাবে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে একজন যুগ্ম কমিশনারসহ প্রায় ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা পুলিশের গাড়িও ভাঙচুর করেছে। এছাড়াও তারা সাধারণ মানুষের প্রায় ২০টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।”
ডিএমপির এই উপ-কমিশনার বলেন, “এখন পর্যন্ত আজকের কর্মসূচি থেকে প্রায় ৯০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। যারা হামলা-ভাঙচুরে অংশ নিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এসব ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”