হলিউডে লেখক-অভিনয় শিল্পীদের ধর্মঘটের কারণে স্থগিত হলো এ বছরের “এমি অ্যাওয়ার্ড” অনুষ্ঠান।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ৭৫তম এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান হওয়ার কথা ছিল। স্থানীয় সময় শুক্রবার (২৮ জুলাই) এমি অ্যাওয়ার্ড স্থগিত করার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে স্থগিত হওয়া এই আসরের জন্য নতুন তারিখ ঠিক করা হয়নি। আয়োজকরা বলছেন, শিল্পীরা কোনো সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত তারা অপেক্ষা করতে চান।
যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ায় মর্যাদাপূর্ণ পুরস্কার হলো “এমি অ্যাওয়ার্ড”। সাধারণত এই অনুষ্ঠানের সঞ্চালক-উপস্থাপকদের জন্য স্ক্রিপ্ট লেখার দায়িত্ব পড়ে যুক্তরাষ্ট্রের ফিল্ম ও টেলিভিশন লেখকদের সংঘ “দ্য রাইটার্স গিল্ড অব আমেরিকা’র (ডব্লিউজিএ) সদস্যদের ওপরে। তবে ধর্মঘটের কারণে বর্তমানে “ডব্লিউজিএ”র সদস্যদের এই কাজে তাদের পাওয়া সম্ভব নয়।
প্রসঙ্গত, হলিউডের লেখক ও অভিনয় শিল্পীদের ধর্মঘট দুই সপ্তাহ পেরিয়েছে। এই আন্দোলন শুরুর পরপরই শিল্পীদের হুমকি ছিল, আসন্ন “এমি অ্যাওয়ার্ডস”, “টরন্টো”, “টেলুরাইড” এবং “ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল”সহ আসন্ন অনুষ্ঠানগুলোও হয়ত তারকারা বর্জন করবেন বলে জানিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত সেই হুমকি সত্যই হলো।
এই ধর্মঘটের কারণে বিরূপ প্রভাব পড়তে পারে “অ্যাভাটার”, “ডেডপুল”, “গ্ল্যাডিয়েটর” এর সিক্যুয়েলসহ বড় বাজেটের সিনেমায় এবং “স্ট্রেঞ্জার থিংস”, “ফ্যামিলি গাই”, “দ্য সিম্পসনস” এর মত টেলিভিশন সিরিজের ওপরে। তাতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।