রাজস্থলী উপজেলার সকল শ্রেনীপেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন
নবাগত জেলা প্রশাসক মোশারফ হোসেন খান।
বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, শিক্ষক মন্ডলী, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণের সাথে এই মতবিনিময় করেছেন রাঙামাটি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে জেলা প্রশাসক রাজস্থলীতে আগমন করলে উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ও ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন। এরপর নবাগত জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
প্রকল্পের কাজ পরিদর্শন শেষে রাজস্থলী উপজেলা গণমিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় তিনি সকলের সাথে পরিচিত হন এবং রাজস্থলী উপজেলার মানুষের সুখ দুঃখ ও সম্ভাবনার কথা শুনেন।
জেলা প্রশাসক বলেন, সকল উন্নয়নের পূর্বশর্ত হলো শান্তি। যেখানে শান্তি থাকবে, সেখানে উন্নয়ন হবে। শিক্ষার মান বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, এই উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে যেতে যা যা প্রয়োজন একজন জেলা প্রশাসক হিসেবে আমি সবটুকুই করার চেষ্টা করবো। উপজেলার বিভিন্ন উন্নয়ন সম্পর্কে এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট বিষয়ে সরকারের নিকট ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে বলেও জানান তিনি। এছাড়াও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলকে একযোগে কার করার আহ্বান জানান।