চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও গাছের চারা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। আলোচনায় অংশ নেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। আলোচনার শেষপর্বে গাছের চারা বিতরণ করা হয়।