দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় গুলি করে হত্যা করেছে সেখানকার সন্ত্রাসীরা। সেলিম মাতুব্বর (৬০) নামে বাংলাদেশির মৃত্যুর খবর শোনার পরে দেশে তার পরিবারে এখন চলছে শোকের মাতম।
সোমবার (৭ আগস্ট) দুপুরে নিহতের ঘটনা নিশ্চিত করেন তার ছেলে শিহাব আহমেদ। শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে এ হত্যার ঘটনা ঘটে । নিহত সেলিম মাতুব্বর মাদারীপুরের রাজৈর পৌরসভাধীন মজুমদারকান্দি গ্রামের মৃত আবু আলী মাতুব্বরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ আফ্রিকায় ২২ বছর আগে পাড়ি জমান সেলিম মাতুব্বর। তিনি মাঝে-মধ্যে ছুটিতে দেশে আসতেন। দীর্ঘদিন ধরে সেখানে থাকায় স্থায়ীভাবে তিনি ব্যবসা শুরু করেছিলেন। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করলে সে চাঁদা দিতে অস্বীকার করে। পরে সন্ত্রাসীরা রাতে এসে তাকে নিজ দোকানের মধ্যে গুলি করলে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সেলিম মাতুব্বরের ছেলে শিহাব আহমেদ জাবের বলেন, দক্ষিণ আফ্রিকায় থাকা আমাদের এক আত্মীয় বাবার মৃত্যুর কথা জানিয়েছে। এভাবে বাবাকে তারা গুলি করে হত্যা করবে সেটা কখনো ভাবিনি। এখন আমাদের সংসারের হাল ধরার মতো কেউ রইল না। তার বাবার লাশ যেন দ্রুত দেশে আনতে পারা যায় এ জন্য সরকারের কাছে তিনি দাবি জানান।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা বলেন, এ বিষয়ে এখনও শুনিনি। তবে খোঁজ নেওয়া হবে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।