হাওড়ে নিখোঁজের দু’দিন পর ছাত্র ইউনিয়নের সাবেক নেতার মরদেহ উদ্ধার

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
হাওড়ে নিখোঁজের দু’দিন পর ছাত্র ইউনিয়নের সাবেক নেতার মরদেহ উদ্ধার
অন্তর চক্রবর্তী/ফাইল ছবি/সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন হাওড়ে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা অন্তর চক্রবর্তীর (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার প্রায় দুদিন পর রবিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ঘোড়াউত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালিন্দ্র নাথ গোলদার বলেন, “ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” যে স্থানে অন্তর নিখোঁজ হয়েছিলেন সেখানেই তার মরদেহ পাওয়া গেছে বলে জানান তিনি।

অন্তর চক্রবর্তী বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি। তার বাড়ি ঝালকাঠি জেলায়। বরিশাল সরকারি বিএম কলেজ থেকে অনার্স-মাস্টার্স শেষ করে ঢাকায় কর্মজীবন শুরু করেন।

জানা গেছে, পরিবার ও বন্ধুদের সঙ্গে শুক্রবার ঢাকা থেকে কিশোরগঞ্জের মিঠামইন যান অন্তর চক্রবর্তী। দুপুর ১২ টার দিকে একটি ট্রলার ভাড়া করে নিকলীর দিকে যাচ্ছিলেন তারা।

অন্তরের সঙ্গে থাকা স্বজন ও বন্ধুরা জানান, ট্রলারের সামনে গলুইয়ে বসে অন্তর মাথায় পানি দিচ্ছিল। আচমকা সে ট্রলার থেকে পড়ে যায়। অন্তর সাঁতার জানতেন না। তাকে উদ্ধারের চেষ্টা করেন সহকর্মীরা। নদীতে স্রোত বেশি থাকায় তারা উদ্ধার করতে পারেননি। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ও ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান চালায়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

হাওড়ে নিখোঁজের দু’দিন পর ছাত্র ইউনিয়নের সাবেক নেতার মরদেহ উদ্ধার

হাওড়ে নিখোঁজের দু’দিন পর ছাত্র ইউনিয়নের সাবেক নেতার মরদেহ উদ্ধার
অন্তর চক্রবর্তী/ফাইল ছবি/সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন হাওড়ে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা অন্তর চক্রবর্তীর (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার প্রায় দুদিন পর রবিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ঘোড়াউত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালিন্দ্র নাথ গোলদার বলেন, “ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” যে স্থানে অন্তর নিখোঁজ হয়েছিলেন সেখানেই তার মরদেহ পাওয়া গেছে বলে জানান তিনি।

অন্তর চক্রবর্তী বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি। তার বাড়ি ঝালকাঠি জেলায়। বরিশাল সরকারি বিএম কলেজ থেকে অনার্স-মাস্টার্স শেষ করে ঢাকায় কর্মজীবন শুরু করেন।

জানা গেছে, পরিবার ও বন্ধুদের সঙ্গে শুক্রবার ঢাকা থেকে কিশোরগঞ্জের মিঠামইন যান অন্তর চক্রবর্তী। দুপুর ১২ টার দিকে একটি ট্রলার ভাড়া করে নিকলীর দিকে যাচ্ছিলেন তারা।

অন্তরের সঙ্গে থাকা স্বজন ও বন্ধুরা জানান, ট্রলারের সামনে গলুইয়ে বসে অন্তর মাথায় পানি দিচ্ছিল। আচমকা সে ট্রলার থেকে পড়ে যায়। অন্তর সাঁতার জানতেন না। তাকে উদ্ধারের চেষ্টা করেন সহকর্মীরা। নদীতে স্রোত বেশি থাকায় তারা উদ্ধার করতে পারেননি। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ও ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান চালায়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত