২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে ও দোষীদের রায় কার্যকর করার দাবীতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিক্ষোভ সমাবেশ, পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে কেন্দ্রীয় আওয়ামীলীগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য হাশেম রেজার নেতৃত্বে মোটরসাইকেল র্যালি ও গাড়ীবহর নিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হাশেম রেজা বলেন, ২১ আগষ্ট বাঙালি জাতির জন্য ভয়াবহ এবং বিভীষিকাময় একটি দিন। এদিনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত করেছিলো বিএনপি-জামায়াত গোষ্ঠি। কিন্তু বিএনপি-জামায়াত জোটের সেই বাসনা পূর্ণ করতে দেয়নি বাংলার জনগণ।
তিনি বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বাংলাদেশ আজ ডিজিটাল হতে পেরেছে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে চলছে। উন্নয়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে পূরণ করে দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইন্নাল শেখ, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হারুন আর রশিদ মোল্লা, পারকেষ্টপুর মদনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, উথলী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সরফরাজ উদ্দিন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আইনদ্দিন মেম্বার, হাউলী ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড মেম্বার জহির উদ্দিনসহ ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।