চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি গ্রাম থেকে মতিয়ার রহমান (৫২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ি থেকে মতিয়ার রহমানের লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে সন্দেহে পুলিশ স্ত্রী ও মেয়েকে আটক করেছে। শনিবার সকালে দেহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবিদ হাসান জানান, দেহাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে মতিয়ার রহমান ফেরি করে ক্রোকারিজ সামগ্রী বিক্রি করতেন। সকালে খবর পেয়ে তার বাড়িতে এসে লাশ উদ্ধার করা হয়। নিহত মতিয়ারের কানের কাছে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে ক্ষত করার চিহ্ন আছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত মতিয়ার রহমানের স্ত্রী তাসলিমা খাতুন (৪৮) ও মেয়ে ময়না খাতুনকে (২৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ময়না তদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। অন্যান্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।