সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিয়াজ মোর্শেদ উপজেলা প্রতিনিধি, বরগুনা
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরগুনার পাথরঘাটায় বামনা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন ও দৈনিক সাগরকূলের বার্তা সম্পাদক মোঃ মাহমুদুল হাসান আশিক এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় পাথরঘাটা উপজেলা শহরের গোল চত্ত্বরে পাথরঘাটা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করে পাথরঘাটার সংবাদ কর্মীবৃন্দ ।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন সোহেল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাংবাদ কর্মী জাফর ইকবাল, জাকির হোসেন খান, ইমাম হোসেন নাহিদ, শফিকুল ইসলাম খোকন, আমল তালুকদার ও পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জসিম প্রমুখ।

বক্তারা বলেন, সত্য সংবাদ প্রকাশের জেরে বরগুনার বামনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নেছার উদ্দিন ও স্থানীয় দৈনিক সাগরকূলের বার্তা সম্পাদক মোঃ মাহমুদুল হাসান আশিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে স্থানীয় এক যুবলীগ নেতা। আমরা দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানাই। এই মামলা প্রত্যাহার করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। সাংবাদিকদের উপর অযথা হয়রানি, ঝুলুম, নির্যাতন বন্ধ করতে অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাই আমরা।

তারা আরো বলে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না হলে যেমন সাংবাদিকদের কন্ঠরোধ হয়ে যাবে, তেমনি থেমে যাব সাংবাদিকদের কলম। সর্বস্তরে বেড়ে যাবে দূর্নীতি-অপরাধ, ক্ষতির সম্মুখীন হবেন সাধারণ মানুষ তথা দেশ ও সমাজব্যবস্থা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরগুনার পাথরঘাটায় বামনা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন ও দৈনিক সাগরকূলের বার্তা সম্পাদক মোঃ মাহমুদুল হাসান আশিক এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় পাথরঘাটা উপজেলা শহরের গোল চত্ত্বরে পাথরঘাটা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করে পাথরঘাটার সংবাদ কর্মীবৃন্দ ।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন সোহেল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাংবাদ কর্মী জাফর ইকবাল, জাকির হোসেন খান, ইমাম হোসেন নাহিদ, শফিকুল ইসলাম খোকন, আমল তালুকদার ও পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জসিম প্রমুখ।

বক্তারা বলেন, সত্য সংবাদ প্রকাশের জেরে বরগুনার বামনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নেছার উদ্দিন ও স্থানীয় দৈনিক সাগরকূলের বার্তা সম্পাদক মোঃ মাহমুদুল হাসান আশিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে স্থানীয় এক যুবলীগ নেতা। আমরা দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানাই। এই মামলা প্রত্যাহার করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। সাংবাদিকদের উপর অযথা হয়রানি, ঝুলুম, নির্যাতন বন্ধ করতে অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাই আমরা।

তারা আরো বলে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না হলে যেমন সাংবাদিকদের কন্ঠরোধ হয়ে যাবে, তেমনি থেমে যাব সাংবাদিকদের কলম। সর্বস্তরে বেড়ে যাবে দূর্নীতি-অপরাধ, ক্ষতির সম্মুখীন হবেন সাধারণ মানুষ তথা দেশ ও সমাজব্যবস্থা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত