যশোর-ছুটিপুর সড়কে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী হাফেজা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার এড়েন্দা শান্তির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের স্বামী ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের হাবিবুর রহমান (৬৫) ও ইজিবাইকের চালক সদর উপজেলার দুর্গাপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে নাসির উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়েছেন। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, ঘটনার সময় হাবিবুর রহমান ও তার স্ত্রী হাফেজা ইজিবাইকে চড়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন, এড়েন্দা শান্তির মোড়ে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস ইজিবাইকে ধাক্কা দেয়। এসময় ইজিবাইকটি সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা খায়। এতে ইজিবাইক ভেঙে-চুরে যায়। এ দুর্ঘটনায় হাফেজা খাতুন ঘটনাস্থলে মারা যান। তার স্বামী হাবিবুর রহমান ও ইজিবাইকের চালক নাসির উদ্দিন গুরুতর আহত হন। এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাসে ভাঙচুর চালায়। চালক পালিয়ে রক্ষা পেয়েছে।
স্থানীয়রা জানান, আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগেড়র ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, আহত দুইজনের অবস্থা গুরুতর। তারা সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমিন জানান, নিহত হাফেজার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।