জমি নিয়ে ঝগড়া , মামলা ধর্ষণের

আব্দুর রহমান ঈশান জেলা প্রতিনিধি, নেত্রকোণা
জমি নিয়ে ঝগড়া , মামলা ধর্ষণের

জমি সংক্রান্ত ঝগড়ার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে ধর্ষণের মামলা করার প্রতিবাদে নেত্রকোনার বারহাট্টায় মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরাসহ এলাকাবাসীও অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা জানায়, উপজেলার আসমা আসমা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান ও তার বোন রাবিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জেরে শাহজাহান তার মেয়ে মালা আক্তারকে দিয়ে বোনের ছেলে আনোয়ারের ছেলের বিরুদ্ধে গত ১৭ আগস্ট আদালতে ধর্ষণ মামলা করায়। জমি বিরোধের জেরে এমন মিথ্যা মামলা ন্যাকক্কারজনক বলে উল্লেখ করেন তারা।

মামলার শিকার আনোয়ারের মা রাবিয়া আক্তার বলেন, স্বামী মারা যাওয়ায় আমি অনেক কষ্টে পোলাপানগুলো নিয়ে দিন পার করছি। থাকার জন্য বাড়ির জায়গা ছাড়া আর কিছু নেই। ভাই শাহজাহান আমার ওয়ারিশের সম্পদ টুকুও বিক্রি করে দিয়েছে। ওয়ারিশের সম্পদ তাকে লিখে দিতে চাপ দিচ্ছে। তাতে রাজি না হওয়ায় আমার হাবাগোবা ছেলেটার ওপর মিথ্যা ধর্ষণ মামলা দিয়েছে। আমি এর বিচার চাই।

আসমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আশরাফুল আলম রিপন বলেন, এটি একটি মিথ্যা মামলা। শাহজাহান তার বোন রাবিয়ার পাওনা ওয়ারিশের জমি দিচ্ছে না। বোনকে ঘায়েল করতেই তার ছেলের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দিয়েছে। রাবিয়া গরীব তার ওয়ারিশের জমি বুঝিয়ে দেওয়া হোক। সেইসাথে সঠিক তদন্তের মাধ্যমে তার ছেলের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার হোক।

মামলার বাদী মালা আক্তার বলেন, আমাকে এরা যেভাবে গালাগালি করেছে এতে আমার মানসম্মান এমনিতেই চলে গেছে। এখন আমি মামলা করেছি যা হবার আদালতে হবে।

এ বিষয়ে বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, ধর্ষণ মামলার বিষয়ে তদন্ত চলছে। সুষ্ঠুভাবে তদন্ত করে রিপোর্ট দেওয়া হবে। ঘটনা মিথ্যা হলে ভয় পাওয়ার কিছু নেই। তদন্তে যা পাওয়া যাবে সেইভাবে রিপোর্ট যাবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জমি নিয়ে ঝগড়া , মামলা ধর্ষণের

জমি নিয়ে ঝগড়া , মামলা ধর্ষণের

জমি সংক্রান্ত ঝগড়ার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে ধর্ষণের মামলা করার প্রতিবাদে নেত্রকোনার বারহাট্টায় মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরাসহ এলাকাবাসীও অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা জানায়, উপজেলার আসমা আসমা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান ও তার বোন রাবিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জেরে শাহজাহান তার মেয়ে মালা আক্তারকে দিয়ে বোনের ছেলে আনোয়ারের ছেলের বিরুদ্ধে গত ১৭ আগস্ট আদালতে ধর্ষণ মামলা করায়। জমি বিরোধের জেরে এমন মিথ্যা মামলা ন্যাকক্কারজনক বলে উল্লেখ করেন তারা।

মামলার শিকার আনোয়ারের মা রাবিয়া আক্তার বলেন, স্বামী মারা যাওয়ায় আমি অনেক কষ্টে পোলাপানগুলো নিয়ে দিন পার করছি। থাকার জন্য বাড়ির জায়গা ছাড়া আর কিছু নেই। ভাই শাহজাহান আমার ওয়ারিশের সম্পদ টুকুও বিক্রি করে দিয়েছে। ওয়ারিশের সম্পদ তাকে লিখে দিতে চাপ দিচ্ছে। তাতে রাজি না হওয়ায় আমার হাবাগোবা ছেলেটার ওপর মিথ্যা ধর্ষণ মামলা দিয়েছে। আমি এর বিচার চাই।

আসমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আশরাফুল আলম রিপন বলেন, এটি একটি মিথ্যা মামলা। শাহজাহান তার বোন রাবিয়ার পাওনা ওয়ারিশের জমি দিচ্ছে না। বোনকে ঘায়েল করতেই তার ছেলের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দিয়েছে। রাবিয়া গরীব তার ওয়ারিশের জমি বুঝিয়ে দেওয়া হোক। সেইসাথে সঠিক তদন্তের মাধ্যমে তার ছেলের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার হোক।

মামলার বাদী মালা আক্তার বলেন, আমাকে এরা যেভাবে গালাগালি করেছে এতে আমার মানসম্মান এমনিতেই চলে গেছে। এখন আমি মামলা করেছি যা হবার আদালতে হবে।

এ বিষয়ে বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, ধর্ষণ মামলার বিষয়ে তদন্ত চলছে। সুষ্ঠুভাবে তদন্ত করে রিপোর্ট দেওয়া হবে। ঘটনা মিথ্যা হলে ভয় পাওয়ার কিছু নেই। তদন্তে যা পাওয়া যাবে সেইভাবে রিপোর্ট যাবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।