আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে নেওয়া হয়নি তামিম ইকবালকে। এ নিয়ে নানান প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মাঝে। বিষয়টি নিয়ে সরব বিভিন্ন মহল। চলচ্চিত্র তারকা ওমর সানীও এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম ইকবালকে দল থেকে বাদ দেওয়া নিয়ে সরব হন সানী।
ওমর সানি লিখেছেন, “আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠত। আজকে এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই!”
এই অভিনেতা আরও লেখেন, “মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তাহলে বলতাম- আমি পদত্যাগ করলাম। স্যরি, একজন খেলোয়ার তামিম ইকবাল।”
ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাকে ছাড়াই বুধবার ভারতের উদ্দেশে রওনা হয় বিশ্বকাপ স্কোয়াড।
দল যখন ভারতের পথে তখন বাদ পড়া নিয়ে ফেসবুকে লাইভ ভিডিও করেন তামিম ইকবাল। বিষয়টি এখন দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ইস্যু।