মগবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
মগবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ছবি: প্রতীকী

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেটে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে আব্দুল লতিফ (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেছেন, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে মগবাজার ওয়্যারলেস গেটের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ওই মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতের স্বজনের কাছ থেকে জানতে পারি, আব্দুল লতিফ ডায়াবেটিক রোগী ছিলেন। তিনি প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করতেন। আজ সকালে হাঁটার জন্য বাসা থেকে বের হন। তিনি রেললাইন ধরে হাঁটার সময় পিছন থেকে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।

আব্দুল লতিফ নোয়াখালী সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে। রমনা ডাক্তার গলিতে পরিবারের সঙ্গে থাকতেন লতিফ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মগবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

মগবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ছবি: প্রতীকী

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেটে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে আব্দুল লতিফ (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেছেন, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে মগবাজার ওয়্যারলেস গেটের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ওই মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতের স্বজনের কাছ থেকে জানতে পারি, আব্দুল লতিফ ডায়াবেটিক রোগী ছিলেন। তিনি প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করতেন। আজ সকালে হাঁটার জন্য বাসা থেকে বের হন। তিনি রেললাইন ধরে হাঁটার সময় পিছন থেকে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।

আব্দুল লতিফ নোয়াখালী সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে। রমনা ডাক্তার গলিতে পরিবারের সঙ্গে থাকতেন লতিফ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত