লেনদেন কমেছে শেয়ারবাজারে

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
লেনদেন কমেছে শেয়ারবাজারে
ফাইল ছবি

বাংলাদেশের শেয়ারবাজারে বুধবার (৪ অক্টোবর) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন পুঁজিবাজারে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। বাজারে অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক শূন্য দশমিক ৭৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৬৪টি কোম্পানির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত আছে ১৬৪টির।

ডিএসইতে মোট ৪৫০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৫১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ২ পয়েন্ট কমে ১১ হাজার ৯০ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৫৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৯টি কোম্পানির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির। দিন শেষে সিএসইতে ২২ কোটি ৮৬ লাখ ৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লেনদেন কমেছে শেয়ারবাজারে

লেনদেন কমেছে শেয়ারবাজারে
ফাইল ছবি

বাংলাদেশের শেয়ারবাজারে বুধবার (৪ অক্টোবর) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন পুঁজিবাজারে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। বাজারে অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক শূন্য দশমিক ৭৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৬৪টি কোম্পানির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত আছে ১৬৪টির।

ডিএসইতে মোট ৪৫০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৫১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ২ পয়েন্ট কমে ১১ হাজার ৯০ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৫৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৯টি কোম্পানির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির। দিন শেষে সিএসইতে ২২ কোটি ৮৬ লাখ ৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত