রাঙামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমার ব্যক্তিগত উদ্যোগে রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের আমতলি পাড়া বৌদ্ধ বিহারে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাজস্থলী উপজেলার বাজার প্রাঙ্গনে রাঙামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা এই ঢেউটিন বিতরণ করেন।
বিতরণ কালে জেলা পরিষদের সদস্য বলেন, গরীব ও অস্বচ্ছল মানুষদের পাশে থেকে তাদের স্বাবলম্বী করতে এবং তাদেরকে সর্বোচ্চ সহায়তা দিতে প্রধানমন্ত্রী সব সময় জনপ্রতিনিধিদের তাগাদা ও পরামর্শ দিয়ে আসছেন। বর্তমান সরকার দেশব্যাপী বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি, ভিজিএফ, হরিজন, বেদে, হিজড়া ভাতা, বিনামূল্যে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ, গরীব ছাত্রীদের উপবৃত্তি প্রদান, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুসহ নানান আর্থিক অনুদান প্রদান করে আসছে।
বর্তমান সরকারকে গরীব বান্ধব সরকার উল্লেখ করে নিউচিং মারমা বলেন, সরকার গৃহহীনদের জায়গাসহ ঘর তৈরি করে দিচ্ছে। একটি বাড়ি, একটি খামার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মিশ্র ফলের বাগান সৃজন, নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গাভী বিতরণ, কৃষিক্ষেত্রে ও গৃহস্থালী কাজে নারীদের স্বাবলম্বি করতে বিভিন্ন কৃষি সরঞ্জাম উপকরণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার।
যেসব দুর্গম জায়গায় বিদ্যুৎ নাই, সেসব জায়গায় বিদ্যুতের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে সোলার প্যানেল বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, পাহাড়ি মানুষের দুর্গম পথে চলাচলের পথ সহজ করতে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাউকে পেছনে ফেলে দেশের উন্নয়ন তরান্বিত হবে না। সকলের সমঅধিকার নিশ্চিত এবং সুজলা সুফলা একটি বাংলাদেশ তৈরি করতে সবাইকে যার যার অবস্থান থেকে অগ্রণী ভূমিকা রাখতে হবে আর এসব কিছুর প্রেরণাদাতা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢেউটিন বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য জয়নুল তালুকদার ও বিহারের দায়কবৃন্দ।