ঢাকা কলেজের শহীদ ফরহাদ হোসেন হলে দুই শিক্ষার্থী এবং ক্যাম্পাস প্রতিনিধিকে নির্যাতনের ঘটনায় কলেজ ছাত্রলীগের ছয় কর্মীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আগামী ১৬ অক্টোবরের মধ্যে তাদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
বহিষ্কৃতরা হলেন— রাউফুর রহমান সোহেল, এবিএম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশ।
এ বিষয়ে অধ্যক্ষ ইউসুফ জানান, ছাত্রাবাসে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্লেষণ করে ছয়জনকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগামী সোমবারের মধ্যে পদক্ষেপ নিতে হল কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে সেজন্যও হল কমিটিকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর ঢাকা কলেজের শহীদ ফরহাদ ছাত্রাবাসের গেস্ট রুমে ডেইলি বাংলাদেশের কলেজ প্রতিনিধি ফয়সাল আহমেদকে মারধরের অভিযোগ ওঠে। জানা গেছে, অভিযুক্তরা সবাই ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী। পরে এ ঘটনার জেরে একই ছাত্রাবাসের আরেক শিক্ষার্থী ও বাংলা ট্রিবিউনের কলেজ প্রতিনিধি ওবাইদুর সাঈদকেও আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ৩০ সেপ্টেম্বর রাতে রাউফুর রহমান সোহেলসহ ছয়জন ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিষয়টি নিয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক একেএম ইলিয়াসকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কলেজ প্রশাসন। ওই কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।