রমজানের নিত্যপণ্য নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

রমজানের নিত্যপণ্য নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
টিপু মুনশি।

রমজান মাস সামনে রেখে বর্তমান অবস্থা সম্পর্কে খুব সচেতন আছি। ঘাবড়ানোর কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য আনার জন্য এলসির ব্যাপারে ফলোআপ করেছি, টাস্কফোর্সের মিটিং হয়েছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই।

নাইজেরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয় জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশেরই বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয়ে মিল আছে, মুসলিম মেজরিটি দেশ, আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন সময়ে তারা বাংলাদেশের সমর্থন দিয়েছে। আমরা অনুরোধ করেছি, ২০২৬ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশের মেম্বারশিপের ব্যাপার রয়েছে, সেটাতে সাপোর্ট দেওয়ার জন্য। তারা বলেছে কনসিডার করবে। সব মিলিয়ে বৈঠকে বেশ ইতিবাচক আলোচনা হয়েছে।

টিপু মুনশি বলেন, নাইজেরিয়ার কাছ থেকে মূলত তেল-গ্যাস আনা হয়, সে দেশ থেকে ৬০০ মিলিয়ন ডলারের আমদানি করি। এদিক থেকে কিছু যায়। সেদিক থেকে খাদ্যদ্রব্যের মধ্যে মশলা জাতীয় পণ্যের কিছু আসে, এ এক্সপোর্ট-ইমপোর্ট ভলিউমটাকে কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের তুলনায় নাইজেরিয়ার জনসংখ্যা অনেক বেশি। অর্থনৈতিকভাবেও তারা ভালো আছে, সে কারণে রপ্তানির জন্য ভালো গন্তব্য হতে পারে। তৈরি পোশাক বা অন্য কিছুও হতে পারে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রমজানের নিত্যপণ্য নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

রমজানের নিত্যপণ্য নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
টিপু মুনশি।

রমজান মাস সামনে রেখে বর্তমান অবস্থা সম্পর্কে খুব সচেতন আছি। ঘাবড়ানোর কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য আনার জন্য এলসির ব্যাপারে ফলোআপ করেছি, টাস্কফোর্সের মিটিং হয়েছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই।

নাইজেরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয় জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশেরই বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয়ে মিল আছে, মুসলিম মেজরিটি দেশ, আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন সময়ে তারা বাংলাদেশের সমর্থন দিয়েছে। আমরা অনুরোধ করেছি, ২০২৬ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশের মেম্বারশিপের ব্যাপার রয়েছে, সেটাতে সাপোর্ট দেওয়ার জন্য। তারা বলেছে কনসিডার করবে। সব মিলিয়ে বৈঠকে বেশ ইতিবাচক আলোচনা হয়েছে।

টিপু মুনশি বলেন, নাইজেরিয়ার কাছ থেকে মূলত তেল-গ্যাস আনা হয়, সে দেশ থেকে ৬০০ মিলিয়ন ডলারের আমদানি করি। এদিক থেকে কিছু যায়। সেদিক থেকে খাদ্যদ্রব্যের মধ্যে মশলা জাতীয় পণ্যের কিছু আসে, এ এক্সপোর্ট-ইমপোর্ট ভলিউমটাকে কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের তুলনায় নাইজেরিয়ার জনসংখ্যা অনেক বেশি। অর্থনৈতিকভাবেও তারা ভালো আছে, সে কারণে রপ্তানির জন্য ভালো গন্তব্য হতে পারে। তৈরি পোশাক বা অন্য কিছুও হতে পারে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত