যবিপ্রবিতে আ’লীগের শান্তি সমাবেশে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে হামলা

,
যবিপ্রবিতে আ’লীগের শান্তি সমাবেশে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে হামলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। তাদের বেধড়ক মারপিটে ছাত্রলীগের সহসভাপতিসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটনাটি ঘটে। আহতরা হলেন যবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি আল মামুন সিমন (২৮), ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম (২৩)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হামলা ও মারপিটের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে যশোর-চৌগাছা সড়ক অবরোধ করে।

যবিপ্রবির ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা জানিয়েছেন, ঘটনার সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষের দিকে যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নির্দেশেমনিরুল ইসলাম হৃদয়, রায়সুল ইসলাম রানা, বেলাল, রকি, মুসফিক, লাব্বি, সোয়েব, রাব্বি, রাফি, সোহেল রানা, শাহিনুর, লিমন, মোহাম্মদ রাফি, মেহেদী রাব্বিসহ আরও কয়েকজন চাপাতি, রড, লোহার পাইপ, বাঁশের লাঠি, স্ট্রাম্প নিয়ে সমাবেশকারীদের উপর হামলা করেন। তাদের মারপিটে আল মামুন সিমন, আশরাফুল আলম গুরুতর আহত হন। পরে সাধারণ শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেন।

এই ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে যশোর-চৌগাছা সড়ক অবরোধের পর বিক্ষোভ করেন । ফলে সড়কটিতে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে দেয়া হয়।
আহত ছাত্রলীগ নেতা আল মামুন শিমন জানান, হামলা ও জখমের ঘটনায় তিনি শহীদ মসিয়ূর রহমান হলের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন।হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, আহত দুইজন আশংঙ্কামুক্ত হলেও অবস্থা গুরুতর। ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোলযোগের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত। থানায় কোন পক্ষ লিখিত অভিযোগ করেননি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

যবিপ্রবিতে আ’লীগের শান্তি সমাবেশে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে হামলা

যবিপ্রবিতে আ’লীগের শান্তি সমাবেশে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে হামলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। তাদের বেধড়ক মারপিটে ছাত্রলীগের সহসভাপতিসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটনাটি ঘটে। আহতরা হলেন যবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি আল মামুন সিমন (২৮), ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম (২৩)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হামলা ও মারপিটের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে যশোর-চৌগাছা সড়ক অবরোধ করে।

যবিপ্রবির ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা জানিয়েছেন, ঘটনার সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষের দিকে যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নির্দেশেমনিরুল ইসলাম হৃদয়, রায়সুল ইসলাম রানা, বেলাল, রকি, মুসফিক, লাব্বি, সোয়েব, রাব্বি, রাফি, সোহেল রানা, শাহিনুর, লিমন, মোহাম্মদ রাফি, মেহেদী রাব্বিসহ আরও কয়েকজন চাপাতি, রড, লোহার পাইপ, বাঁশের লাঠি, স্ট্রাম্প নিয়ে সমাবেশকারীদের উপর হামলা করেন। তাদের মারপিটে আল মামুন সিমন, আশরাফুল আলম গুরুতর আহত হন। পরে সাধারণ শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেন।

এই ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে যশোর-চৌগাছা সড়ক অবরোধের পর বিক্ষোভ করেন । ফলে সড়কটিতে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে দেয়া হয়।
আহত ছাত্রলীগ নেতা আল মামুন শিমন জানান, হামলা ও জখমের ঘটনায় তিনি শহীদ মসিয়ূর রহমান হলের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন।হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, আহত দুইজন আশংঙ্কামুক্ত হলেও অবস্থা গুরুতর। ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোলযোগের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত। থানায় কোন পক্ষ লিখিত অভিযোগ করেননি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত