নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের কাছে দুদকের সহকারি পরিচালক পরিচয় দিয়ে মোবাইল ফোনে মোটা অংকের টাকা দাবি করা হয়েছে। এ ঘটনায় অধ্যক্ষ শেখ ফারুক আহমদ লোহাগড়া থানায় সাধারন ডায়েরি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, বুধবার (১৮ অক্টোবর) দুপুরে অপরিচিত মোবাইল নাম্বার থেকে লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ ফারুক আহমদের ব্যক্তিগত নাম্বারে ফোন করে দ’ুদকের সহকারী পরিচালক পরিচয় দিয়ে বলে আপনার নামে দু’দকে অভিযোগ আছে। এ অভিযোগ থেকে অব্যাহতি পেতে মোটা অংকের টাকা দিতে হবে এবং উক্ত টাকা ০১৩২৩৮৪৯৯০২ নম্বর মোবাইলে বিকাশ করে পাঠাতে বলে। এভাবে কয়েকবার ফোন করে দাবিকৃত টাকা না পাঠালে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দেয়।
এ ঘটনায় অধ্যক্ষ শেখ ফারুক আহমদ বুধবার সন্ধ্যায় লোহাগড়া থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।