চুয়াডাঙ্গার দর্শনায় বাড়ির পাশের বেগুন ক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় উদ্ধার করা তার ভাইয়ের দাবি- বাড়ি থেকে তাদের তুলে নিয়েছিল দুর্বৃত্তরা।
রোববার সকালে দামড়হুদা উপজেলার মোহাম্মদপুরে গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো. নীরব হোসেন।
নিহত মীম খাতুন ওরফে মনজুরা খাতুনের (২৮) ভাই আলমগীর হোসেন (৩৫) পুলিশকে জানিয়েছে, একদল দুর্বৃত্ত রাতে এসে তাকে তুলে নিয়ে যেতে চায়। তখন তার বোন বাধা দিলে তারা তাকেও ধরে নিয়ে যায়।
পরে তারা মীম খাতুনকে কুপিয়ে হত্যা করে বেগুন ক্ষেতে লাশ ফেলে রাখে এবং আলমগীরকে মেরে বেঁধে রেখে বাড়ির কাছে ফেলে যায়।
দর্শনা থানার পরিদর্শক নীরব বলেন, রাতে কে বা কারা ওই নারীকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, তার ভাই আলমগীর হোসেনকেও মেরে আহত করা হয়েছে। তার মাথায় রক্তাক্ত জখম আছে।
এসআই খান আব্দুর রহমান বলেন, “ঘটনার নেপথ্যে কি আছে তা আমরা এখনও নিশ্চিত নই। আলমগীরের বক্তব্য কতটা সত্য সেটাও তদন্ত করা দরকার। সব বিষয়ে তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটন হওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় জখমের চিহ্ন আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।