দুই দল আটকে ছিল হারের। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে এক দলের জয়খরা কাটানো নিশ্চিত ছিল। দাপুটে খেলা খেলে জয় তুলে নিল পাকিস্তান। ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল তারা। চার ম্যাচ পর জয়ে ফিরলেন বাবর আজমরা।
শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিমের বোলিং আক্রমণে মাত্র ২০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। সহজ টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই দাপুটে ব্যাটিং চালাতে শুরু করে। ফখর জামান ও আব্দুল্লাহ শফিক ১২৮ রানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে দেন। মেহেদী হাসান মিরাজ তার চার ওভারে পাকিস্তানের তিন উইকেট নিলেও খুব একটা লাভ হয়নি। ৩৩তম ওভার শেষ হওয়ার আগেই পাকিস্তান পৌঁছে যায় লক্ষ্যে।
সাত ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে আফগানিস্তানকে টপকে পাঁচে উঠে গেছে পাকিস্তান। আর বাংলাদেশ সমান খেলে দুই পয়েন্ট নিয়ে ৯ নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৩২.৩ ওভারে ২০৫/৩ (রিজওয়ান ২৬*, ইফতিখার ১৭*, ফখর ৮১, বাবর ৯, শফিক ৬৮)
বাংলাদেশ ৪৫.১ ওভারে ২০৪/১০ (শরিফুল ১*, মোস্তাফিজ ৩, তাসকিন ৬, মিরাজ ২৫, সাকিব আল হাসান ৪৩, তানজিদ ০, নাজমুল শান্ত ৪, মুশফিক ৫, লিটন দাস ৪৫, মাহমুদউল্লাহ ৫৬, তাওহীদ ৭)