৩১ অক্টোবর পর্যন্ত ভিসাপ্রাপ্তরা ওমান যেতে পারবেন

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
৩১ অক্টোবর পর্যন্ত ভিসাপ্রাপ্তরা ওমান যেতে পারবেন
ফাইল ছ‌বি

যেসব বাংলাদেশি গত ৩১ অক্টোবর পর্যন্ত ওমানের ভিসা পেয়েছেন তারা দেশটিতে যেতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রতিশ্রুতি পেয়েছি শিগগিরই তারা ভিসা স্থগিতের বিষয়টি তুলে নেবে। কিন্তু খোলার আগ পর্যন্ত (৩১ অক্টোবর পর্যন্ত) যারা ভিসা পেয়েছেন তারা যেতে পারবেন। তাদের ওমানে যেতে কোনো অসুবিধা নেই।

তিনি বলেন, ভিসা স্থগিত চিরস্থায়ী না। দক্ষিণ এশিয়ার আরেকটি দেশেও এমনটি করা হয়েছে। কিন্তু মাস দুয়েক পরে উঠিয়ে নিয়েছে।

শাহরিয়ার আলম জানান, ওমানে বিদেশি শ্রমিকদের অর্ধেক হলো বাংলাদেশি। যেকোনো বাজারে সীমাহীন চাহিদা থাকে না। যে চাহিদা নিয়ে কর্মীরা গেছেন তার কিছু ব্যত্যয় হয়েছে, কিছু অপপ্রয়োগ হয়েছে। মধ্যস্থভোগীরা অপব্যবহার করেছে। এর ফলে ভিসা স্থগিতের বিষয়টি এসেছে।

তবে কূটনীতিকদের ভিসা এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে ওমানের ভিসাপ্রক্রিয়া স্থগিত থাকছে না বলে জানান শাহরিয়ার আলম। তিনি বলেন, কূটনৈতিক এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এটা ইফেক্টিভ হবে না।

এদিকে ঢাকার ওমান দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শ্রমবাজারে শৃঙ্খলা আনতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধের বিষয়টি সাময়িক। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলেও জানায় দূতাবাস।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

৩১ অক্টোবর পর্যন্ত ভিসাপ্রাপ্তরা ওমান যেতে পারবেন

৩১ অক্টোবর পর্যন্ত ভিসাপ্রাপ্তরা ওমান যেতে পারবেন
ফাইল ছ‌বি

যেসব বাংলাদেশি গত ৩১ অক্টোবর পর্যন্ত ওমানের ভিসা পেয়েছেন তারা দেশটিতে যেতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রতিশ্রুতি পেয়েছি শিগগিরই তারা ভিসা স্থগিতের বিষয়টি তুলে নেবে। কিন্তু খোলার আগ পর্যন্ত (৩১ অক্টোবর পর্যন্ত) যারা ভিসা পেয়েছেন তারা যেতে পারবেন। তাদের ওমানে যেতে কোনো অসুবিধা নেই।

তিনি বলেন, ভিসা স্থগিত চিরস্থায়ী না। দক্ষিণ এশিয়ার আরেকটি দেশেও এমনটি করা হয়েছে। কিন্তু মাস দুয়েক পরে উঠিয়ে নিয়েছে।

শাহরিয়ার আলম জানান, ওমানে বিদেশি শ্রমিকদের অর্ধেক হলো বাংলাদেশি। যেকোনো বাজারে সীমাহীন চাহিদা থাকে না। যে চাহিদা নিয়ে কর্মীরা গেছেন তার কিছু ব্যত্যয় হয়েছে, কিছু অপপ্রয়োগ হয়েছে। মধ্যস্থভোগীরা অপব্যবহার করেছে। এর ফলে ভিসা স্থগিতের বিষয়টি এসেছে।

তবে কূটনীতিকদের ভিসা এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে ওমানের ভিসাপ্রক্রিয়া স্থগিত থাকছে না বলে জানান শাহরিয়ার আলম। তিনি বলেন, কূটনৈতিক এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এটা ইফেক্টিভ হবে না।

এদিকে ঢাকার ওমান দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শ্রমবাজারে শৃঙ্খলা আনতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধের বিষয়টি সাময়িক। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলেও জানায় দূতাবাস।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত