জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাইলে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও কর্মক্ষম মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন মানবজাতির কল্যাণের কথা ভেবেছেন। কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া জরুরি। বর্তমান সরকার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছে।
সোমবার পাবনার সাঁথিয়ায় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে’র উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। নারীরা এখন যোগ্যতার ভিত্তিতে দেশের সব ক্ষেত্রে অবদান রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীদের যোগ্যতা ও মেধাকে কাজে লাগানোর পথ সুগম করতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা সংস্থা পাবনা শাখার চেয়ারম্যান শামীমা ইয়াসমিন শিরীন, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচচু প্রমুখ।