জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ এর পুরস্কার বিতরণী আসর বসবে আগামী ১৪ নভেম্বর। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মঞ্চে দুটি গানে পারফর্ম করবেন চিত্রনায়ক জায়েদ খান।
রবিবার (১২ নভেম্বর) দুপুরে সংবাদমাধ্যমকে নিজেই এ তথ্য নিশ্চিত করেন এ অভিনেতা।
চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে ওরা ১১ জন খ্যাত নায়ক কামরুল আলম খান খসরু (বীর মুক্তিযোদ্ধা) ও রওশন আরা রোজিনাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে।
আর এ গুণী দুই শিল্পীর অভিনীত চলচ্চিত্রের গানেই নাচবেন জায়েদ খান।
এর মধ্যে খসরুর অভিনয় করা কালজয়ী গান “ওরে ও প্রাণের রাজা” এবং রোজিনার বিখ্যাত “অবিচার” সিনেমার “ছেড়ো না ছেড়ো না হাত” গানে তার নাচার কথা রয়েছে বলে জানা গেছে।
জায়েদ খান বলেন, “খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে তাদের বিখ্যাত দুই গানে নাচতে যাচ্ছি এটা আমার সৌভাগ্য। আর যেহেতু প্রধানমন্ত্রীর সামনে নাচব, তাই এটাকে আমার পরম পাওয়া বলে মনে করছি। আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভালো করার। এই নাচে আমার সঙ্গী হবেন আরেক চিত্রনায়িকা আঁচল।”