উত্তর কোরিয়ার প্রশংসা করে কবিতা লেখায় ১৪ মাসের কারাদণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
উত্তর কোরিয়ার প্রশংসা করে কবিতা লেখায় ১৪ মাসের কারাদণ্ড!

উত্তর কোরিয়ার প্রশংসা করে কবিতা লেখায় দক্ষিণ কোরিয়ার একটি আদালত সোমবার সেই দেশের ৬৮ বছর বয়সি এক ব্যক্তিকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন।

ওই ব্যক্তির নাম লি ইয়ুন-সেওপ। তিনি তার কবিতায় দুই কোরিয়ার একত্রীকরণের কথা বলেছেন। বলেছেন, যদি দুই কোরিয়া পিয়ংইয়ংয়ের সমাজতান্ত্রিক ব্যবস্থার অধীনে একত্রিত হয় তবে জনগণ বিনামূল্যে বাড়ি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা পাবে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে বলা হয়, লি’র কবিতাটি ২০১৬ সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশ পায়।

বিবিসি জানায়, জনসমক্ষে উত্তর কোরিয়ার প্রশংসা করা নিষিদ্ধ- দক্ষিণ কোরিয়ায় এমন একটি আইনের অধীনে লি’কে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে।

যিনি তার কবিতায় আরও লেখেন- এক হওয়া কোরিয়াতে অনেক কম মানুষ আত্মহত্যা করবে অথবা ঋণের বোঝার নিচে বসবাস করবে। তার কবিতার শিরোনাম ‘মিনস অব ইউনিফিকেশন’/একত্রীকরণের মানে।

২০১৬ সালের নভেম্বরে লি’র কবিতাটি উত্তর কোরিয়ায় একটি কবিতা প্রতিযোগিতায় পুরস্কার জেতে। লি এর আগেও একবার একই অপরাধে ১০ মাস কারাভোগ করেছেন বলে জানিয়েছে দ্য কোরিয়া হেরাল্ড।

পত্রিকাটি জানায়, সিউলের একটি আদালত সোমবার দেওয়া রায়ে বলে, তিনি ‘উত্তরকে গৌরবান্বিত ও প্রশংসিত করে যথেষ্ট পরিমাণে প্রচারণা তৈরি করেন এবং তা প্রচার করতে থাকেন’।

লি ২০১৩ সালে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রশংসা করে অনলাইনে নানা মন্তব্য পোস্ট করেছিলেন। পরের বছরগুলোতে তিনি দক্ষিণ কোরিয়ার ব্লগ এবং ওয়েবসাইটে রাষ্ট্রবিরোধী নানা পোস্ট করেন।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা আইনে ‘সরকারবিরোধী’ সংগঠনের প্রশংসা এবং প্রচারকে বেআইনি ঘোষণা করা হয়েছে।

 

 

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

উত্তর কোরিয়ার প্রশংসা করে কবিতা লেখায় ১৪ মাসের কারাদণ্ড!

উত্তর কোরিয়ার প্রশংসা করে কবিতা লেখায় ১৪ মাসের কারাদণ্ড!

উত্তর কোরিয়ার প্রশংসা করে কবিতা লেখায় দক্ষিণ কোরিয়ার একটি আদালত সোমবার সেই দেশের ৬৮ বছর বয়সি এক ব্যক্তিকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন।

ওই ব্যক্তির নাম লি ইয়ুন-সেওপ। তিনি তার কবিতায় দুই কোরিয়ার একত্রীকরণের কথা বলেছেন। বলেছেন, যদি দুই কোরিয়া পিয়ংইয়ংয়ের সমাজতান্ত্রিক ব্যবস্থার অধীনে একত্রিত হয় তবে জনগণ বিনামূল্যে বাড়ি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা পাবে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে বলা হয়, লি’র কবিতাটি ২০১৬ সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশ পায়।

বিবিসি জানায়, জনসমক্ষে উত্তর কোরিয়ার প্রশংসা করা নিষিদ্ধ- দক্ষিণ কোরিয়ায় এমন একটি আইনের অধীনে লি’কে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে।

যিনি তার কবিতায় আরও লেখেন- এক হওয়া কোরিয়াতে অনেক কম মানুষ আত্মহত্যা করবে অথবা ঋণের বোঝার নিচে বসবাস করবে। তার কবিতার শিরোনাম ‘মিনস অব ইউনিফিকেশন’/একত্রীকরণের মানে।

২০১৬ সালের নভেম্বরে লি’র কবিতাটি উত্তর কোরিয়ায় একটি কবিতা প্রতিযোগিতায় পুরস্কার জেতে। লি এর আগেও একবার একই অপরাধে ১০ মাস কারাভোগ করেছেন বলে জানিয়েছে দ্য কোরিয়া হেরাল্ড।

পত্রিকাটি জানায়, সিউলের একটি আদালত সোমবার দেওয়া রায়ে বলে, তিনি ‘উত্তরকে গৌরবান্বিত ও প্রশংসিত করে যথেষ্ট পরিমাণে প্রচারণা তৈরি করেন এবং তা প্রচার করতে থাকেন’।

লি ২০১৩ সালে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রশংসা করে অনলাইনে নানা মন্তব্য পোস্ট করেছিলেন। পরের বছরগুলোতে তিনি দক্ষিণ কোরিয়ার ব্লগ এবং ওয়েবসাইটে রাষ্ট্রবিরোধী নানা পোস্ট করেন।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা আইনে ‘সরকারবিরোধী’ সংগঠনের প্রশংসা এবং প্রচারকে বেআইনি ঘোষণা করা হয়েছে।

 

 

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত