আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ কে সামনে রেখে ঠাকুরগাঁও -৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা মার্কা মোঃ ইমদাদুল হককে প্রদান করায়, রানীশংকৈল ও পীরগঞ্জ বাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
এ বিষয়ে ২৯ নভেম্বর (বুধবার) নৌকাকে বিজয় করার লক্ষ্যে জেলার পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পীরগঞ্জ উপজেলা আ.লীগ অফিসে এক আলোচনা সভা,র্যালি,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, ১ মিনিট নীরবতা পালন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩ আসনের নৌকা মার্কা মনোনীত প্রার্থী মোঃ ইমদাদুল হক,সাবেক এমপি সেলিনা জাহান লিটা,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,রানীশংকৈল উপজেলা আ.লীগের সভাপতি সইদুল হক সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ, মেয়র মোস্তাফিজুর রহমান,সাবেক মেয়র আলমগীর হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য আঃ কাদের, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক বিপ্লব,সাবেক মেয়র কশির,রাণীশংকৈল পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম।