পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ ও দুমকি) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও দলটির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারসহ চারজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম তাদের মনোনয়ন স্থগিত করেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, “৮৮ লাখ টাকা কর না দেওয়া এবং রাজস্ব আইনে বিচারাধীন মামলা চলমান থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। এছাড়াও জেলার অন্য চারটি আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে আরও তিনজনের মনোনয়ন বাতিল করা হয়।”
বাছাই অনুষ্ঠানে উপস্থিত সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা জানান, কর অঞ্চল ঢাকা-৮ সার্কেল ১৬০-এ এবিএম রুহুল আমিন হাওলাদারের ২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে মর্মে অভিযোগ উত্থাপন করলে জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র স্থগিতের সিদ্ধান্ত জানান। এছাড়া ২০১২-১৩ থেকে ২০১৮-১৯ সাল পর্যন্ত আপিল ট্রাইব্যুনালে ৩ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ১৮৩ টাকা রাজস্ব আইনের মামলা বিচারাধীন রয়েছে।