নিজেদের থেকে সবদিক থেকে এগিয়ে থাকা নিউজিল্যান্ডকে ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে টাইগাররা। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে টিকতেই পারেনি কিউই ব্যাটাররা। বড় এ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করল বাংলাদেশ দল।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও বাংলাদেশের ১৫০ রানের জয়ের প্রভাব পড়েছে। পয়েন্ট টেবিলে প্রথম অবস্থানে আছে পাকিস্তান। আর তাদের সমান ১০০ শতাংশ জয় নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।
পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত, তাদের জয় ৬৬.৬৭ শতাংশ। পাশাপাশি ৩০ শতাংশ জয় নিয়ে টেবিলের চারে অস্ট্রেলিয়া। আর ১৬.৬৭ শতাংশ নিয়ে শীর্ষ পাঁচে অবস্থান করছে ক্যারিবিয়ানরা।
এর আগে ২০১৯-২০২১ ও ২০২১-২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই চক্রও খেলেছে বাংলাদেশ। তবে সুবিধা করতে পারেনি কোনো আসরেই। একটিতে ৪ সিরিজে ৭ ম্যাচ খেলে কোনো জয়ের দেখা পায়নি। একটিতে ড্র করে ২০ পয়েন্ট নিয়ে ৯ দলের মধ্যে টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল টাইগাররা। অন্যটিতে ১২ ম্যাচ খেলে ১ জয়ের বিপরীতে ১০ ম্যাচ হেরে ১৬ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে আসর শেষ করেছে।