আমাদের দৈনন্দিন জীবনের এখন এক অবিচ্ছেদ্য অংশ মোবাইল ফোন। প্রযুক্তির এই আর্শীবাদের কল্যাণে আমাদের অনেক সহজ হয়ে গেছে। অন্য অনেক কাজের পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে আমরা বার্তা আদান-প্রদান করি।
কাজের প্রয়োজনে কিংবা মনের ভাব বিনিময়ের জন্য আমরা প্রতিদিনই এসএমএস বা হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাই। ব্যস্ততার কারণে অনেক সময় বার্তা লেখার সময় পাওয়া যায় না। তাই অনেকেই “ভয়েস বার্তা” পাঠান।
কিন্তু এক্ষেত্রে অসুবিধা দেখা দেয় প্রাপক যদি ভিন্ন ভাষাভাষী হন। তবে এই সমস্যা থেকেও মুক্তির সহজ উপায় রয়েছে। গুগলের জি-বোর্ড ব্যবহার করে এক ভাষার “ভয়েস বার্তা” অন্য ভাষায় লিখিত আকারে পাঠানো যায়।
এজন্য প্রথমেই স্মার্টফোনে জি-বোর্ড ইনস্টলের পর সেটির কি–বোর্ড চালু করতে হবে। এরপর বার্তা পাঠানোর জন্য গুগলের মেসেজেস অ্যাপ, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে প্রবেশ করতে হবে। তারপর জি-বোর্ডের মেসেজ বক্সে ট্যাপ করে নিচে থাকা বক্স অপশন নির্বাচনের পর “ট্রান্সলেশন”–এ ক্লিক করতে হবে।
এরপর মুখের কথা যে ভাষায় অনুবাদ করে লিখতে হবে তা নির্বাচন করতে হবে। তারপর মাইক্রোফোন আইকনে ট্যাপ করে মুখে বার্তাটি উচ্চারণ করলেই তা নির্দিষ্ট ভাষায় অনুবাদ হয়ে বার্তা আকারে লেখা হয়ে যাবে। সম্পাদনা করার প্রয়োজন না হলে এন্টার বাটনে ক্লিক করলেই বার্তাটি নির্দিষ্ট ভাষায় প্রাপকের কাছে চলে যাবে।