বাংলাদেশের সিনেমাও ১০০ কোটি টাকা আয় করবে, আশা শাকিব খানের

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বাংলাদেশের সিনেমাও ১০০ কোটি টাকা আয় করবে, আশা শাকিব খানের
কোর্টনি কফি ও ইধিকা পালের সঙ্গে শাকিব খান/সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায় শাকিব খানকে নিয়ে “প্রেমিক” নামের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন হালের অন্যতম জনপ্রিয় পরিচালক রায়হান রাফী। কিন্তু শেষ পর্যন্ত সিনেমটি শুটিংয়ে গড়ায়নি। এরপর খবর ছড়িয়ে পড়ে, বাংলাদেশের চরকি, আলফা আই ও ভারতের এসভিএফ এই তিন বড় প্রযোজনা সংস্থা মিলে শাকিব খানের নতুন একটি সিনেমা প্রযোজনা করবে। যেটি পরিচালনা করবেন রায়হান রাফী।

শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। রায়হান রাফীর নির্মাণে নতুন সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। সিনেমার নাম “তুফান”।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। এসময় শাকিব খান, রায়হান রাফী’সহ তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা হাজির ছিলেন।

সিনেমাটি নিয়ে এসময় শাকিব-রাফী দুজনেই উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় শাকিব খান বলেন, “দুই দেশের বড় তিন প্রযোজনা সংস্থা মিলে এই সিনেমার পিছনে লগ্নী করছে। আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়েই এই যৌথাবে আগাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের সিনেমা বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর। আমরাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশ’ কোটি টাকা ব্যবসা করবে এমন খবর শুনব। হতে পারে তুফান আমাদের সে সুযোগ এনে দেবে।”

তিনি বলেন, “আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি, ১০০ কোটির ক্লাবে কবে যাবো। ওই দিন বেশি দূরে নয়, যেদিন আমাদের সিনেমার জন্য ১০০ কোটি টাকাও কম মনে হবে। উত্তর আমেরিকায় বাংলা সিনেমার প্রায় ২৫-৩০ লাখ দর্শকের একটা বাজার তৈরি হয়ে আছে। বাকি ছিল দুই ইন্ডাস্ট্রির সমন্বয়ে কাজ করা। এবার সেটাও হলো।”

শাকিব খান আরও বলেন, “আমরা যদি ভারতের সাউথ ও বলিউডের দিকে তাকাই, তারা কিন্তু এক হয়ে কাজ করছে। একত্র হয়েই বিশ্ববাজারে তারা নিজেদের সিনেমা তুলে ধরছে। আমিও এই স্বপ্নটা দেখতাম; দেশের সিনেমা কীভাবে অন্যান্য দেশে নিয়ে যাওয়া যায়। গত কোরবানির ঈদে কিন্তু সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেশের বাইরেও আমাদের ছবি সাফল্য পেয়েছে।”

বক্তব্য শেষে মজার ছলে শাকিব খান আবদার করেন, সিনেমা যদি ১০০ কোটি টাকা আয় করে, তাহলে তাকে যেন ২৫% লভ্যাংশ দেওয়া হয়।

“তুফান” সিনেমা নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, “এতটুকু বলতে পারি, দেশের সবচেয়ে বড় সুপারস্টার থাকছেন। ইনশাআল্লাহ এমন ছবি বানাবো, যেটা ইতিহাস হয়ে থাকবে।”

এর আগে সিয়াম আহমেদ, শরিফুল রাজ ও আফরান নিশোকে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন রাফী। মুক্তি না পেলেও সিনেমা বানিয়েছেন আরিফিন শুভকে নিয়েও। এবারই প্রথম দেশর শীর্ষ তারকা শাকিব খানের সঙ্গে কাজ করবেন তিনি।

অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-য়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, “এটা মূলত বাংলাদেশি সিনেমা। এতে তিনটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের (এসভিএফ) মূল মালিকানা ভারতের। ছবিটা ভারতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশেই মুক্তি পাবে। তবে ছবিটা বাংলাদেশেরই।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলাদেশের সিনেমাও ১০০ কোটি টাকা আয় করবে, আশা শাকিব খানের

বাংলাদেশের সিনেমাও ১০০ কোটি টাকা আয় করবে, আশা শাকিব খানের
কোর্টনি কফি ও ইধিকা পালের সঙ্গে শাকিব খান/সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায় শাকিব খানকে নিয়ে “প্রেমিক” নামের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন হালের অন্যতম জনপ্রিয় পরিচালক রায়হান রাফী। কিন্তু শেষ পর্যন্ত সিনেমটি শুটিংয়ে গড়ায়নি। এরপর খবর ছড়িয়ে পড়ে, বাংলাদেশের চরকি, আলফা আই ও ভারতের এসভিএফ এই তিন বড় প্রযোজনা সংস্থা মিলে শাকিব খানের নতুন একটি সিনেমা প্রযোজনা করবে। যেটি পরিচালনা করবেন রায়হান রাফী।

শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। রায়হান রাফীর নির্মাণে নতুন সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। সিনেমার নাম “তুফান”।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। এসময় শাকিব খান, রায়হান রাফী’সহ তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা হাজির ছিলেন।

সিনেমাটি নিয়ে এসময় শাকিব-রাফী দুজনেই উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় শাকিব খান বলেন, “দুই দেশের বড় তিন প্রযোজনা সংস্থা মিলে এই সিনেমার পিছনে লগ্নী করছে। আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়েই এই যৌথাবে আগাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের সিনেমা বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর। আমরাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশ’ কোটি টাকা ব্যবসা করবে এমন খবর শুনব। হতে পারে তুফান আমাদের সে সুযোগ এনে দেবে।”

তিনি বলেন, “আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি, ১০০ কোটির ক্লাবে কবে যাবো। ওই দিন বেশি দূরে নয়, যেদিন আমাদের সিনেমার জন্য ১০০ কোটি টাকাও কম মনে হবে। উত্তর আমেরিকায় বাংলা সিনেমার প্রায় ২৫-৩০ লাখ দর্শকের একটা বাজার তৈরি হয়ে আছে। বাকি ছিল দুই ইন্ডাস্ট্রির সমন্বয়ে কাজ করা। এবার সেটাও হলো।”

শাকিব খান আরও বলেন, “আমরা যদি ভারতের সাউথ ও বলিউডের দিকে তাকাই, তারা কিন্তু এক হয়ে কাজ করছে। একত্র হয়েই বিশ্ববাজারে তারা নিজেদের সিনেমা তুলে ধরছে। আমিও এই স্বপ্নটা দেখতাম; দেশের সিনেমা কীভাবে অন্যান্য দেশে নিয়ে যাওয়া যায়। গত কোরবানির ঈদে কিন্তু সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেশের বাইরেও আমাদের ছবি সাফল্য পেয়েছে।”

বক্তব্য শেষে মজার ছলে শাকিব খান আবদার করেন, সিনেমা যদি ১০০ কোটি টাকা আয় করে, তাহলে তাকে যেন ২৫% লভ্যাংশ দেওয়া হয়।

“তুফান” সিনেমা নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, “এতটুকু বলতে পারি, দেশের সবচেয়ে বড় সুপারস্টার থাকছেন। ইনশাআল্লাহ এমন ছবি বানাবো, যেটা ইতিহাস হয়ে থাকবে।”

এর আগে সিয়াম আহমেদ, শরিফুল রাজ ও আফরান নিশোকে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন রাফী। মুক্তি না পেলেও সিনেমা বানিয়েছেন আরিফিন শুভকে নিয়েও। এবারই প্রথম দেশর শীর্ষ তারকা শাকিব খানের সঙ্গে কাজ করবেন তিনি।

অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-য়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, “এটা মূলত বাংলাদেশি সিনেমা। এতে তিনটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের (এসভিএফ) মূল মালিকানা ভারতের। ছবিটা ভারতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশেই মুক্তি পাবে। তবে ছবিটা বাংলাদেশেরই।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত