নাশকতা মামলায় বিএনপি নেতা আমানসহ ২১৩ জনের বিচার শুরু

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
নাশকতা মামলায় বিএনপি নেতা আমানসহ ২১৩ জনের বিচার শুরু
বর্তমানে কারাগারে আছেন আমান উল্লাহ আমান/সংগৃহীত

রাজনৈতিক সহিংসতার অভিযোগে কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় বুধবার ঢাকার উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২১৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম রকিবুল হাসান মামলাগুলো থেকে বিএনপি নেতাকর্মীদের খালাসের আবেদন নাকচ করে অভিযোগ গঠনের নির্দেশ দেন।

একই সঙ্গে মামলাগুলোর বিচার শুরুর জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের জুনের মধ্যে ককটেল বিস্ফোরণ, রাস্তায় অবৈধ জমায়েত, দাঙ্গা, সম্পত্তির ক্ষতি, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, এবং পুলিশকে আক্রমণ এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলাগুলি দায়ের করা হয়েছিল।

কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলায় আসামিদের মধ্যে আছেন ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। ১৭০ জন জামিনে আছেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার দাবি করেছেন।

এর আগে, আমানসহ অন্যদের মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন খারিজ করে দেন ম্যাজিস্ট্রেট।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল বলেন, একটি মামলায় আসামির সংখ্যা ১৭৯, অন্য মামলায় ৩৪ জন।

২০১৭ সালের ৪ জুন কেরানীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়।

তদন্তের পর পুলিশ আমানসহ ১৭৮ জনের বিরুদ্ধে ১৮ নভেম্বর ২০১৮ তারিখে চার্জশিট দাখিল করে।

অন্য মামলার অভিযোগে করা হয়, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাজনৈতিক কর্মসূচি চলাকালে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় বিএনপির একদল নেতাকর্মী ও তার অঙ্গ সংগঠনের লোকজন জড়ো হয়।

এরপর তারা যানবাহন ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশকে লাঞ্ছিত করে ও দায়িত্ব পালনে বাধা দেয়।

পুলিশ আমানসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় মামলা করে।

তদন্ত শেষে ২০১৪ সালের ১৭ জুলাই আমানসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নাশকতা মামলায় বিএনপি নেতা আমানসহ ২১৩ জনের বিচার শুরু

নাশকতা মামলায় বিএনপি নেতা আমানসহ ২১৩ জনের বিচার শুরু
বর্তমানে কারাগারে আছেন আমান উল্লাহ আমান/সংগৃহীত

রাজনৈতিক সহিংসতার অভিযোগে কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় বুধবার ঢাকার উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২১৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম রকিবুল হাসান মামলাগুলো থেকে বিএনপি নেতাকর্মীদের খালাসের আবেদন নাকচ করে অভিযোগ গঠনের নির্দেশ দেন।

একই সঙ্গে মামলাগুলোর বিচার শুরুর জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের জুনের মধ্যে ককটেল বিস্ফোরণ, রাস্তায় অবৈধ জমায়েত, দাঙ্গা, সম্পত্তির ক্ষতি, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, এবং পুলিশকে আক্রমণ এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলাগুলি দায়ের করা হয়েছিল।

কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলায় আসামিদের মধ্যে আছেন ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। ১৭০ জন জামিনে আছেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার দাবি করেছেন।

এর আগে, আমানসহ অন্যদের মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন খারিজ করে দেন ম্যাজিস্ট্রেট।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল বলেন, একটি মামলায় আসামির সংখ্যা ১৭৯, অন্য মামলায় ৩৪ জন।

২০১৭ সালের ৪ জুন কেরানীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়।

তদন্তের পর পুলিশ আমানসহ ১৭৮ জনের বিরুদ্ধে ১৮ নভেম্বর ২০১৮ তারিখে চার্জশিট দাখিল করে।

অন্য মামলার অভিযোগে করা হয়, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাজনৈতিক কর্মসূচি চলাকালে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় বিএনপির একদল নেতাকর্মী ও তার অঙ্গ সংগঠনের লোকজন জড়ো হয়।

এরপর তারা যানবাহন ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশকে লাঞ্ছিত করে ও দায়িত্ব পালনে বাধা দেয়।

পুলিশ আমানসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় মামলা করে।

তদন্ত শেষে ২০১৪ সালের ১৭ জুলাই আমানসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত