একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। নির্বাচনের রেষ কাটতে না কাটতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলনে ফিরলেন বাংলাদেশের অধিনায়ক।
সোমবার (৮ জানুয়ারি) ট্রেনার, ডাক্তার ও কোচ নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে ঘাম ঝরালেন সাকিব।
সাকিবের আগেই সেখানে উপস্থিত হন তার দীর্ঘ দিনের মেন্টর ও কোচ নাজমুল আবেদিন, বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম, ট্রেনার তুষার কান্তি হাওলাদার ও চিকিৎসক মঞ্জুর হোসাইন।
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের দশম আসর। বিসিবির একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য মাগুরায় থাকা অবস্থায় ফিটনেসের কাজ করছিলেন তিনি। নির্বাচনী প্রচারণার ফাঁকেও সাকিবকে দেখা গেছে জেলা স্টেডিয়ামে অনুশীলন করতে। এবার ব্যাট-বলের প্রস্তুতি নেওয়ার পালা। এবারের বিপিএলে সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
গেল বিশ্বকাপের শেষ দিকে আঙুলের চোটে ছিটকে যান সাকিব। দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও পরে নিউজিল্যান্ডে সীমিত ওভারের সফরে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আঙুলের অবস্থা এখন অনেকটাই ভালো। যতদূর ধারণা করা হচ্ছে, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েই তিনি মাঠে ফিরবেন।