হোটেলে খুন: দেড় সপ্তাহ পর সেই মডেলের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
হোটেলে খুন: দেড় সপ্তাহ পর সেই মডেলের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

খুন হওয়ার ১১ দিন পর ভারতের সাবেক মডেল দিব্যা পাহুজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১ জানুয়ারি ভারতের গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলে ঢুকে গুলি করে তাঁকে খুন করা হয়। এর ১১ দিন পর আজ শনিবার হরিয়ানা রাজ্যের তোহনা এলাকার ভাকরা খাল থেকে দিব্যা পাহুজার মরদেহ উদ্ধার করেছে গুরুগ্রাম পুলিশ।

গুরুগ্রামের পুলিশ কর্মকর্তা মুকেশ কুমার জানিয়েছেন, মরদেহের ছবি দিব্যা পাহুজার পরিবারকে পাঠানো হয়েছে। শরীরের ট্যাটু দেখে সেটি তাঁর মরদেহ বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারকে দেওয়া হবে।
দিব্যা পাহুজাকে খুনের অভিযোগে সেই হোটেলের মালিক অভিজিৎ সিংহসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুনের পর ২ জানুয়ারি দিব্যার মরদেহ টেনেহিঁচড়ে হোটেল থেকে বের করে তোলা হয় বিএমডব্লিউ গাড়িতে। পুরো ঘটনাটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। পরে মরদেহটি পাঞ্জাবের ভাকরা খালে ফেলেন অভিযুক্ত ব্যক্তিরা। সেই মরদেহ গুরুগ্রাম থেকে ২০০ কিলোমিটার দূর পাওয়া গেছে।

কুখ্যাত গ্যাংস্টার সন্দীপ গাডোলিকে হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল দিব্যা পাহুজার বিরুদ্ধে। সাত বছর কারাবাসের পর গত বছরের জুন মাসে বোম্বে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।
সন্দীপ গাডোলির সঙ্গে সম্পর্ক ছিল দিব্যার। ২০১৬ সালে মুম্বাইয়ে মৃত্যু হয় সন্দীপের।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

হোটেলে খুন: দেড় সপ্তাহ পর সেই মডেলের মরদেহ উদ্ধার

হোটেলে খুন: দেড় সপ্তাহ পর সেই মডেলের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

খুন হওয়ার ১১ দিন পর ভারতের সাবেক মডেল দিব্যা পাহুজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১ জানুয়ারি ভারতের গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলে ঢুকে গুলি করে তাঁকে খুন করা হয়। এর ১১ দিন পর আজ শনিবার হরিয়ানা রাজ্যের তোহনা এলাকার ভাকরা খাল থেকে দিব্যা পাহুজার মরদেহ উদ্ধার করেছে গুরুগ্রাম পুলিশ।

গুরুগ্রামের পুলিশ কর্মকর্তা মুকেশ কুমার জানিয়েছেন, মরদেহের ছবি দিব্যা পাহুজার পরিবারকে পাঠানো হয়েছে। শরীরের ট্যাটু দেখে সেটি তাঁর মরদেহ বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারকে দেওয়া হবে।
দিব্যা পাহুজাকে খুনের অভিযোগে সেই হোটেলের মালিক অভিজিৎ সিংহসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুনের পর ২ জানুয়ারি দিব্যার মরদেহ টেনেহিঁচড়ে হোটেল থেকে বের করে তোলা হয় বিএমডব্লিউ গাড়িতে। পুরো ঘটনাটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। পরে মরদেহটি পাঞ্জাবের ভাকরা খালে ফেলেন অভিযুক্ত ব্যক্তিরা। সেই মরদেহ গুরুগ্রাম থেকে ২০০ কিলোমিটার দূর পাওয়া গেছে।

কুখ্যাত গ্যাংস্টার সন্দীপ গাডোলিকে হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল দিব্যা পাহুজার বিরুদ্ধে। সাত বছর কারাবাসের পর গত বছরের জুন মাসে বোম্বে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।
সন্দীপ গাডোলির সঙ্গে সম্পর্ক ছিল দিব্যার। ২০১৬ সালে মুম্বাইয়ে মৃত্যু হয় সন্দীপের।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত