নোয়াখালীতে শপিং ব্যাগে মিলল নবজাতকের লাশ

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
নোয়াখালীতে শপিং ব্যাগে মিলল নবজাতকের লাশ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের বেপারী বাড়ির পাশ থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় এক নারী পাতা কুড়াতে গিয়ে নবজাতকের লাশ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসে। পরে স্থানীয় বাসিন্দারা কাবিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য বেলায়েত হোসেনকে বিষয়টি অবহিত করেন। তাঁর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, উদ্ধার করা লাশটি সদ্য ভূমিষ্ঠ নবজাতকের। তবে কে বা কারা লাশটি ফেলে গেছে তা জানা যায়নি। লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নোয়াখালীতে শপিং ব্যাগে মিলল নবজাতকের লাশ

নোয়াখালীতে শপিং ব্যাগে মিলল নবজাতকের লাশ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের বেপারী বাড়ির পাশ থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় এক নারী পাতা কুড়াতে গিয়ে নবজাতকের লাশ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসে। পরে স্থানীয় বাসিন্দারা কাবিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য বেলায়েত হোসেনকে বিষয়টি অবহিত করেন। তাঁর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, উদ্ধার করা লাশটি সদ্য ভূমিষ্ঠ নবজাতকের। তবে কে বা কারা লাশটি ফেলে গেছে তা জানা যায়নি। লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত