ইউক্রেনের ড্রোন হামলা, রাশিয়ায় তেলের ডিপোতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ইউক্রেনের ড্রোন হামলা, রাশিয়ায় তেলের ডিপোতে আগুন
ছবি: সংগৃহীত

রাশিয়ার উত্তরাঞ্চলে একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার (১৯ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে ক্লিন্তসি শহরে চারটি তেল সংরক্ষণাগারে আগুন লেগেছে। এসব ডিপোতে প্রায় ৬,০০০ ঘন মিটার তেল সংরক্ষণ করা ছিল।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার পরিমাণ বাড়িয়েছে ইউক্রেন। মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিশ্রুতিকে মিথ্যা প্রমাণিত করতে ও জনসমর্থন কমাতে এই কৌশল কিয়েভের।

কারণ সম্প্রতি পুতিন ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়ার জনজীবন স্বাভাবিক থাকবে বলে সবাইকে আশ্বস্ত করেন।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার সীমান্তের গভীরে এ বছরে আরও বেশি করে হামলা চালানো হবে।

কিয়েভ বলছে, ইউক্রেনে দখলকৃত অঞ্চলগুলোতে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে। এতে রাশিয়ার নিরাপত্তা ঘাটতি হয়েছে। ফলে রাশিয়ার গভীরে ইউক্রেনের আক্রমণ করার সুযোগ তৈরি হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ একটি তেলের টার্মিনালে পড়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইউক্রেনের ড্রোন হামলা, রাশিয়ায় তেলের ডিপোতে আগুন

ইউক্রেনের ড্রোন হামলা, রাশিয়ায় তেলের ডিপোতে আগুন
ছবি: সংগৃহীত

রাশিয়ার উত্তরাঞ্চলে একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার (১৯ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে ক্লিন্তসি শহরে চারটি তেল সংরক্ষণাগারে আগুন লেগেছে। এসব ডিপোতে প্রায় ৬,০০০ ঘন মিটার তেল সংরক্ষণ করা ছিল।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার পরিমাণ বাড়িয়েছে ইউক্রেন। মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিশ্রুতিকে মিথ্যা প্রমাণিত করতে ও জনসমর্থন কমাতে এই কৌশল কিয়েভের।

কারণ সম্প্রতি পুতিন ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়ার জনজীবন স্বাভাবিক থাকবে বলে সবাইকে আশ্বস্ত করেন।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার সীমান্তের গভীরে এ বছরে আরও বেশি করে হামলা চালানো হবে।

কিয়েভ বলছে, ইউক্রেনে দখলকৃত অঞ্চলগুলোতে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে। এতে রাশিয়ার নিরাপত্তা ঘাটতি হয়েছে। ফলে রাশিয়ার গভীরে ইউক্রেনের আক্রমণ করার সুযোগ তৈরি হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ একটি তেলের টার্মিনালে পড়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত