উইন্ডশিল্ডে ফাটল, দুই ঘণ্টা উড়ালের পর ফিরে এল বিমানের উড়োজাহাজ

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
উইন্ডশিল্ডে ফাটল, দুই ঘণ্টা উড়ালের পর ফিরে এল বিমানের উড়োজাহাজ
ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৫ জন যাত্রী নিয়ে সৌদি আরবে যাচ্ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ছেড়ে যাওয়ার দুই ঘণ্টা পর ফ্লাইটের ক্যাপ্টেন দেখতে পান উড়োজাহাজের ককপিটের কাচে (উইন্ডশিল্ড) ফাটল। এরপরে গতিপথ বদলে আবার শাহজালাল বিমানবন্দরে ফেরত আনা হয় উড়োজাহাজটি।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার আজ রোববার প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি দাম্মাম যাচ্ছিল। ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা। যাত্রা শুরুর দুই ঘণ্টা পর ককপিটের কাচে ফাটল দেখেন ক্যাপ্টেন। পরে সেটিকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন। তিনি বলেন, যাত্রীদের ফিরিয়ে এনে রাতে হোটেলে রাখা হয়েছিল। আজ বেলা ১১টার ফ্লাইটে তাঁরা চলে গেছেন।

বিমানের কর্মকর্তারা জানান, ফ্লাইটে ২৮৫ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। ঢাকা থেকে ওড়ার পর ফ্লাইট ক্যাপ্টেন ককপিটের কাচে ফাটল দেখতে পেয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে ভারতের আকাশসীমা থেকে আবার ঢাকায় ফিরে আসেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যাত্রাপথে বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ককপিটের কাচ ফেটে গেলে মালয়েশিয়ায় জরুরি অবতরণ করা হয়েছিল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

উইন্ডশিল্ডে ফাটল, দুই ঘণ্টা উড়ালের পর ফিরে এল বিমানের উড়োজাহাজ

উইন্ডশিল্ডে ফাটল, দুই ঘণ্টা উড়ালের পর ফিরে এল বিমানের উড়োজাহাজ
ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৫ জন যাত্রী নিয়ে সৌদি আরবে যাচ্ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ছেড়ে যাওয়ার দুই ঘণ্টা পর ফ্লাইটের ক্যাপ্টেন দেখতে পান উড়োজাহাজের ককপিটের কাচে (উইন্ডশিল্ড) ফাটল। এরপরে গতিপথ বদলে আবার শাহজালাল বিমানবন্দরে ফেরত আনা হয় উড়োজাহাজটি।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার আজ রোববার প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি দাম্মাম যাচ্ছিল। ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা। যাত্রা শুরুর দুই ঘণ্টা পর ককপিটের কাচে ফাটল দেখেন ক্যাপ্টেন। পরে সেটিকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন। তিনি বলেন, যাত্রীদের ফিরিয়ে এনে রাতে হোটেলে রাখা হয়েছিল। আজ বেলা ১১টার ফ্লাইটে তাঁরা চলে গেছেন।

বিমানের কর্মকর্তারা জানান, ফ্লাইটে ২৮৫ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। ঢাকা থেকে ওড়ার পর ফ্লাইট ক্যাপ্টেন ককপিটের কাচে ফাটল দেখতে পেয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে ভারতের আকাশসীমা থেকে আবার ঢাকায় ফিরে আসেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যাত্রাপথে বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ককপিটের কাচ ফেটে গেলে মালয়েশিয়ায় জরুরি অবতরণ করা হয়েছিল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত