চীনে ভূমিধসে দুই মৃত্যু, নিখোঁজ ৪৫

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
চীনে ভূমিধসে দুই মৃত্যু, নিখোঁজ ৪৫
ছবি: সংগৃহীত

চীনের ইউনান প্রদেশে ভূমিধসের ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৪৫ জন নিখোঁজ রয়েছেন। তুষারাচ্ছন্ন আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

সোমবার (২২ জানুয়ারী) স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটের দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির জাওথং শহরে এ ঘটনা ঘটে।

রাষ্ট্রায়ত্ত চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) খবরে বলা হয়েছে, ভূমিধসের পর দুটি গ্রামের ১৮টি বাড়ির অন্তত ৪৭ জন নিখোঁজ হন। পরে দুপুরের দিকে তাদের মধ্যে দুইজনকে মৃত পাওয়া যায়। একটি পাহাড়ের পাদদেশে পর্বতের মাটিতে বাড়িগুলো চাপা পড়ে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “পর্বতের একটি অংশ ধসে পড়ে বহু মানুষ চাপা পড়েছে।” তার চার স্বজন আবর্জনার নিচে চাপা পড়েছে বলে জানান তিনি।

কী কারণে ভূমিধসের ঘটনাটি ঘটেছে তা পরিষ্কার হয়নি। সেখানে হালকা তুষারপাত হচ্ছে। উদ্ধারকর্মীরা তুষারপাতের মধ্যেই আবর্জনার ভেতরে জীবিতদের খোঁজ করছেন।

ঘটনাস্থলে প্রায় এক হাজার উদ্ধারকর্মী পাঠিয়েছে চীন সরকার। তাদের সঙ্গে প্রায় ২০০টি উদ্ধারকারী যান আছে। ৫০০ জনেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চীনে ভূমিধসে দুই মৃত্যু, নিখোঁজ ৪৫

চীনে ভূমিধসে দুই মৃত্যু, নিখোঁজ ৪৫
ছবি: সংগৃহীত

চীনের ইউনান প্রদেশে ভূমিধসের ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৪৫ জন নিখোঁজ রয়েছেন। তুষারাচ্ছন্ন আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

সোমবার (২২ জানুয়ারী) স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটের দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির জাওথং শহরে এ ঘটনা ঘটে।

রাষ্ট্রায়ত্ত চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) খবরে বলা হয়েছে, ভূমিধসের পর দুটি গ্রামের ১৮টি বাড়ির অন্তত ৪৭ জন নিখোঁজ হন। পরে দুপুরের দিকে তাদের মধ্যে দুইজনকে মৃত পাওয়া যায়। একটি পাহাড়ের পাদদেশে পর্বতের মাটিতে বাড়িগুলো চাপা পড়ে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “পর্বতের একটি অংশ ধসে পড়ে বহু মানুষ চাপা পড়েছে।” তার চার স্বজন আবর্জনার নিচে চাপা পড়েছে বলে জানান তিনি।

কী কারণে ভূমিধসের ঘটনাটি ঘটেছে তা পরিষ্কার হয়নি। সেখানে হালকা তুষারপাত হচ্ছে। উদ্ধারকর্মীরা তুষারপাতের মধ্যেই আবর্জনার ভেতরে জীবিতদের খোঁজ করছেন।

ঘটনাস্থলে প্রায় এক হাজার উদ্ধারকর্মী পাঠিয়েছে চীন সরকার। তাদের সঙ্গে প্রায় ২০০টি উদ্ধারকারী যান আছে। ৫০০ জনেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত