পাকিস্তানজুড়ে বিক্ষোভের ঘোষণা দিল পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
পাকিস্তানজুড়ে বিক্ষোভের ঘোষণা দিল পিটিআই
ছবি: সংগৃহীত

সংসদ ভোট জালিয়াতির অভিযোগে দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে পাকিস্তানের কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

শনিবার (১৭ ডিসেম্বর) দেশটিতে এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছেন পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। খবর জিও নিউজ’র।

রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই নেতা গহর আলী খান এ সময় জামায়াত-ই-ইসলামি, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলসহ (জেইউআই-এফ) অন্যান্য দলগুলোকেও বিক্ষোভের আহ্বান জানান।

গহর আলী খান জানান, সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে; যারা বিশ্বাস করেন যে ম্যান্ডেট পরিবর্তন এবং কারচুপি হয়েছে।

গহর আলী খান আরও জানান, পিটিআই আগামী শনিবার বিকেলে শান্তিপূর্ণ বিক্ষোভ-প্রতিবাদের রেকর্ড করবে। এবারের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণের ম্যান্ডেট চুরি হতে দেয়া হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে জোট সরকার গঠনের আলোচনার তথ্য অস্বীকার করেছেন গহর খান।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ঘোষণা দিল পিটিআই

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ঘোষণা দিল পিটিআই
ছবি: সংগৃহীত

সংসদ ভোট জালিয়াতির অভিযোগে দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে পাকিস্তানের কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

শনিবার (১৭ ডিসেম্বর) দেশটিতে এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছেন পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। খবর জিও নিউজ’র।

রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই নেতা গহর আলী খান এ সময় জামায়াত-ই-ইসলামি, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলসহ (জেইউআই-এফ) অন্যান্য দলগুলোকেও বিক্ষোভের আহ্বান জানান।

গহর আলী খান জানান, সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে; যারা বিশ্বাস করেন যে ম্যান্ডেট পরিবর্তন এবং কারচুপি হয়েছে।

গহর আলী খান আরও জানান, পিটিআই আগামী শনিবার বিকেলে শান্তিপূর্ণ বিক্ষোভ-প্রতিবাদের রেকর্ড করবে। এবারের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণের ম্যান্ডেট চুরি হতে দেয়া হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে জোট সরকার গঠনের আলোচনার তথ্য অস্বীকার করেছেন গহর খান।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত