দিল্লিতে রঙের কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
দিল্লিতে রঙের কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ১১
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির আলিপুরে একটি রঙের কারখানায় বিস্ফোরণ হয়। তারপরই সেখানে ভয়ংকর আগুন লাগে। এ ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন, দুইজন নিখোঁজ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলিপুরের দয়ালপুর মার্কেটের একটি রং তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ১১ জনই ওই কারখানায় শ্রমিকের কাজ করতেন। বিস্ফোরণের কারণে বিল্ডিংয়ের ছাদ ভেঙে পড়ে। তাতেই ১১ জন মারা যান। এরপর আগুন লাগে। এতে নিহতদের শরীর পুড়ে যায়। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। কেন বিস্ফোরণ হলো তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

জানা গেছে, কারখানাটি ঘনবসতিপূর্ণ এলাকায় ছিল। আগুন পাশের একটি বাড়িত এবং একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও ছড়ায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

ভারতের বিভিন্ন শহরে নিয়মিতই আগুন লাগার ঘটনা ঘটে। দিল্লিতেও প্রায়ই বাড়ি, বাজার, আবর্জনার স্তূপে আগুন লাগে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লিতে রঙের কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ১১

দিল্লিতে রঙের কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ১১
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির আলিপুরে একটি রঙের কারখানায় বিস্ফোরণ হয়। তারপরই সেখানে ভয়ংকর আগুন লাগে। এ ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন, দুইজন নিখোঁজ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলিপুরের দয়ালপুর মার্কেটের একটি রং তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ১১ জনই ওই কারখানায় শ্রমিকের কাজ করতেন। বিস্ফোরণের কারণে বিল্ডিংয়ের ছাদ ভেঙে পড়ে। তাতেই ১১ জন মারা যান। এরপর আগুন লাগে। এতে নিহতদের শরীর পুড়ে যায়। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। কেন বিস্ফোরণ হলো তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

জানা গেছে, কারখানাটি ঘনবসতিপূর্ণ এলাকায় ছিল। আগুন পাশের একটি বাড়িত এবং একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও ছড়ায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

ভারতের বিভিন্ন শহরে নিয়মিতই আগুন লাগার ঘটনা ঘটে। দিল্লিতেও প্রায়ই বাড়ি, বাজার, আবর্জনার স্তূপে আগুন লাগে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত