মারা গেছেন নন্দিত কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
মারা গেছেন নন্দিত কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ
ছবি: সংগৃহীত

অসংখ্য কালজয়ী গানের নন্দিত কণ্ঠশিল্পী বেগম হাসিনা মমতাজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। প্রখ্যাত এ কণ্ঠশিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গীতিকার সাফাত খৈয়াম।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শিল্পী হাসিনা মমতাজ ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সোমবার বাদ জোহর ধানমন্ডি ৬/এ ঈদগাহ মসজিদে জানাজা শেষে রাজধানীর একটি কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

হাসিনা মমতাজ ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার গাওয়া “তন্দ্রাহারা নয়ন আমার” গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রী ছিলেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ৬৯ এর গণআন্দোলন এবং ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংগীতের মাধ্যমে স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রেরণা দেন তিনি।

সংগীতে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শিল্পকলা পদক লাভ করেন। “তন্দ্রাহারা নয়ন আমার”, “কেন এক বন্দি পাখি”, “ঐ দূরের বলাকা সাঁঝের আকাশে”, “মন নেবার আগে”, “সাতটি সাগর পাড়ি দিয়ে”, “আমার যেন একটু সময় নেই হাতে”র মতো জনপ্রিয় গানের জন্য দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মারা গেছেন নন্দিত কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ

মারা গেছেন নন্দিত কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ
ছবি: সংগৃহীত

অসংখ্য কালজয়ী গানের নন্দিত কণ্ঠশিল্পী বেগম হাসিনা মমতাজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। প্রখ্যাত এ কণ্ঠশিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গীতিকার সাফাত খৈয়াম।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শিল্পী হাসিনা মমতাজ ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সোমবার বাদ জোহর ধানমন্ডি ৬/এ ঈদগাহ মসজিদে জানাজা শেষে রাজধানীর একটি কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

হাসিনা মমতাজ ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার গাওয়া “তন্দ্রাহারা নয়ন আমার” গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রী ছিলেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ৬৯ এর গণআন্দোলন এবং ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংগীতের মাধ্যমে স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রেরণা দেন তিনি।

সংগীতে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শিল্পকলা পদক লাভ করেন। “তন্দ্রাহারা নয়ন আমার”, “কেন এক বন্দি পাখি”, “ঐ দূরের বলাকা সাঁঝের আকাশে”, “মন নেবার আগে”, “সাতটি সাগর পাড়ি দিয়ে”, “আমার যেন একটু সময় নেই হাতে”র মতো জনপ্রিয় গানের জন্য দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত