৬১ জন সহ-সভাপতি নিয়ে ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
৬১ জন সহ-সভাপতি নিয়ে ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
ছবি: সংগৃহীত

১৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ। এতে ঠাঁই পেয়েছেন ২৭৯ জন। যদিও বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখা (জেলা কমিটির সমতুল্য বিবেচিত) ১৫১ সদস্য বিশিষ্ট হওয়ার কথা রয়েছে। জেলা কমিটিতে সর্বোচ্চ ২১ জন সহ-সভাপতি রাখার বিধান রয়েছে গঠনতন্ত্রে। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের ৩০১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে ৬১ জন সহ-সভাপতি হিসেবে থাকতে পারবেন।

সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ কমিটির কথা জানায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি। বিজ্ঞপ্তিতে ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতেরও সই রয়েছে।

ঘোষিত কমিটিতে ৬১ জন সহ-সভাপতি, ১১ জন সহ-সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক। এছাড়া কমিটিতে ১৩৭ জনকে সহ-সম্পাদক এবং ৩৬ জনকে অন্যান্য সম্পাদকীয় পদ দেওয়া হয়েছে। এছাড়া ১০ জনকে উপ-সম্পাদক এবং ১১ জন সদস্য হিসেবে জায়গা পেয়েছেন।

২০২২ সালের ২০ ডিসেম্বর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একই সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার অসম্পূর্ণ কমিটি ঘোষণা করেন। তখন ঢাবি শাখা সভাপতি হিসেবে মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে তানভীর হাসান সৈকতের নাম আসে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

৬১ জন সহ-সভাপতি নিয়ে ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

৬১ জন সহ-সভাপতি নিয়ে ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
ছবি: সংগৃহীত

১৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ। এতে ঠাঁই পেয়েছেন ২৭৯ জন। যদিও বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখা (জেলা কমিটির সমতুল্য বিবেচিত) ১৫১ সদস্য বিশিষ্ট হওয়ার কথা রয়েছে। জেলা কমিটিতে সর্বোচ্চ ২১ জন সহ-সভাপতি রাখার বিধান রয়েছে গঠনতন্ত্রে। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের ৩০১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে ৬১ জন সহ-সভাপতি হিসেবে থাকতে পারবেন।

সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ কমিটির কথা জানায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি। বিজ্ঞপ্তিতে ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতেরও সই রয়েছে।

ঘোষিত কমিটিতে ৬১ জন সহ-সভাপতি, ১১ জন সহ-সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক। এছাড়া কমিটিতে ১৩৭ জনকে সহ-সম্পাদক এবং ৩৬ জনকে অন্যান্য সম্পাদকীয় পদ দেওয়া হয়েছে। এছাড়া ১০ জনকে উপ-সম্পাদক এবং ১১ জন সদস্য হিসেবে জায়গা পেয়েছেন।

২০২২ সালের ২০ ডিসেম্বর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একই সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার অসম্পূর্ণ কমিটি ঘোষণা করেন। তখন ঢাবি শাখা সভাপতি হিসেবে মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে তানভীর হাসান সৈকতের নাম আসে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত