কুড়িগ্রাম এক্সপ্রেসের ছাদে শিকল পরানো মরদেহ

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
কুড়িগ্রাম এক্সপ্রেসের ছাদে শিকল পরানো মরদেহ
ছবি: সংগৃহীত

ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা “কুড়িগ্রাম এক্সপ্রেস” ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি কীভাবে ট্রেনের ছাদে এলো সে বিষয়ে কিছু জানাতে পারেনি সংশ্লিষ্টরা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ট্রেনটি রংপুরের কাউনিয়া স্টেশনে পৌঁছায়। তখন মরদেহটি দেখতে পেয়ে স্টেশন মাস্টারকে জানান যাত্রীরা। উদ্ধারের সময় মরদেহের নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল। বাঁ পায়ে লোহার শিকল পরানো ছিল।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি কাউনিয়া স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের সময় বগির ছাদে মরদেহ দেখতে পান প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রীরা। বিষয়টি স্টেশন মাস্টারকে জানালে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিস কর্মীরা দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন।

রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহটি উদ্ধার করেছেন। মরদেহের নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল। তার বাঁ পায়ে লোহার শিকল লাগানো ছিল। মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিকেল ৫টা পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুড়িগ্রাম এক্সপ্রেসের ছাদে শিকল পরানো মরদেহ

কুড়িগ্রাম এক্সপ্রেসের ছাদে শিকল পরানো মরদেহ
ছবি: সংগৃহীত

ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা “কুড়িগ্রাম এক্সপ্রেস” ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি কীভাবে ট্রেনের ছাদে এলো সে বিষয়ে কিছু জানাতে পারেনি সংশ্লিষ্টরা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ট্রেনটি রংপুরের কাউনিয়া স্টেশনে পৌঁছায়। তখন মরদেহটি দেখতে পেয়ে স্টেশন মাস্টারকে জানান যাত্রীরা। উদ্ধারের সময় মরদেহের নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল। বাঁ পায়ে লোহার শিকল পরানো ছিল।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি কাউনিয়া স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের সময় বগির ছাদে মরদেহ দেখতে পান প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রীরা। বিষয়টি স্টেশন মাস্টারকে জানালে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিস কর্মীরা দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন।

রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহটি উদ্ধার করেছেন। মরদেহের নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল। তার বাঁ পায়ে লোহার শিকল লাগানো ছিল। মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিকেল ৫টা পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত